Anubrata Mondal: অসুস্থ শরীর, আসানসোল জেল হাসপাতালে আনা হল অনুব্রতকে
Anubrata Mondal Update: আজ হচ্ছে না অনুব্রত (Anubrata Mondal) মামলার শুনানি। আগামীকাল সকাল ১১ টায় বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির জন্য সুপারিশ।
আসানসোল: শারীরিক অসুস্থতার জন্য অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আসানসোল জেল হাসপাতালে (Asansol Jail Hospital) নিয়ে যাওয়া হল। আসানসোল জেলের ওয়ার্ড থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল হাসপাতালে। ফিসচুলা ফেটে যাওয়ায় রক্তপাত, বিচারককে জানান অনুব্রত। তারপরেই আসানসোল জেল হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে। গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল।
এদিকে, আজ হচ্ছে না অনুব্রত (Anubrata Mondal) মামলার শুনানি। আগামীকাল সকাল ১১ টায় বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির জন্য সুপারিশ। সুপারিশ করলেন বিচারপতি বিবেক চৌধুরী। অনুব্রতর ১৭ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ। সিবিআইয়ের মামলায় নির্দেশ আসানসোলের বিশেষ আদালতের। আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রতর আইনজীবী। দিল্লি যাত্রা রুখতে বিচারপতি বিবেক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন অনুব্রতর আইনজীবী।
গরুপাচার (Cow Smuggling) মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। এর আগে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলের দাবি, অনুব্রতকে বাংলা থেকে দিল্লি আনার চেষ্টা হচ্ছে। মৌখিকভাবে ইডি বলেছিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দিল্লিতে নিয়ে যাওয়া হবে না। কিন্তু, তা মানছে না ইডি।