Birbhum News: আবাস যোজনার বাড়ি, পানীয় জল না মেলার অভিযোগ, দিদির দূতদের ঘিরে ক্ষোভ বীরভূমে
Birbhum: বীরভূমে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে ফের স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের দুই নেতাকে।
ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: আবাস যোজনার বাড়ি, পানীয় জল থেকে শুরু করে শৌচালয় কিছুই পাননি। এই অভিযোগ তুলেই বীরভূমে দিদির দূতদের ঘিরে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার, খয়রাশোলে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। একইদিনে, দুবরাজপুরেও তৃণমূল নেতাকে অভাব-অভিযোগ শোনালেন গ্রামবাসীরা।
বীরভূমে দিদির দূতদের ঘিরে ক্ষোভ: বীরভূমে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে ফের স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের দুই নেতাকে (TMC Leaders)। খয়রাশোলে বিধায়ককে ঘিরে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। একই দিনে, দুবরাজপুরে গিয়ে অভাব অভিযোগ শুনতে হল পুর চেয়ারম্যানকে। আবাস যোজনার বাড়ি... পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড... সব কিছু নিয়েই স্থানীয় বাসিন্দাদের নালিশ শুনতে হয় তৃণমূল বিধায়ককে।শুক্রবার, খয়রাশোলের রানিপাথর গ্রামে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে যান সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী (Bikash Roy Chowdhury)। সেখানেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ক্ষোভ উগরে দেন। অন্যদিকে, এদিনই দুবরাজপুরে নিজেরই এলাকায় কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন পুরসভার চেয়ারম্যান।
আবাস যোজনার বাড়ি, শৌচালয়, পানীয় জল নিয়ে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা দুবরাজপুর পুরসভার তৃণমূল নেতা তথা চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, “দুবরাজপুরে সেই ভাবে জলের অভাব নেই। পাইপ লাইন খারাপ আছে অভিযোগ করেছে, কাল ঠিক করা হবে। অমৃত প্রকল্পের মাধ্যমে চার হাজার বাড়িতে জল সংযোগ দেওয়া হবে।‘’এবিষয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, “পঞ্চায়েত জেলা পরিষদ সব জায়গায় তৃণমূল ক্ষমতায় রয়েছে। কিন্তু তার পরেও কোন উন্নয়ন হয়নি। তাই মানুষ দিদির দূতকে কাছে পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।’’
গরুপাচারকাণ্ডে জেলবন্দি তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার দায়িত্ব এখন খোদ তৃণমূলনেত্রীর কাঁধে।পঞ্চায়েত ভোটের আগে সেই জেলাতেই কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল নেতাদের।
আরও পড়ুন: North Dinajpur: জোড়া খুনের পর থমথমে চোপড়া, সকাল থেকে রাস্তা অবরোধ