Birbhum: উদ্ধার নকল সোনার কয়েন, দেশি পিস্তল, নগদ টাকা, রামপুরহাটে ধৃত ৩
Birbhum News: এদের বাড়ি বীরভূমের লাভপুর থানার হাতিয়া এলাকায়। গতকাল রাত্রি পোনে বারোটা নাগাদ একটি মোটর সাইকেলে চেপে নকল কয়েন গুলি নিয়ে আসছিল তারা।
নান্টু পাল, বীরভূম: নকল সোনার কয়েন, একটি দেশি পিস্তল, একরাউন্ড গুলি, চারটি মোবাইল, ১৫ হাজার টাকা সহ তিনজনকে গ্রেফতার করল রামপুরহাট (Rampurhat) থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) রামপুরহাটে। ধৃতদের নাম করিমুদ্দিন সেখ, হাসিমুদ্দিন সেখ, ও ডালিম সেখ।
কীভাবে দুষ্কৃতীদের সন্ধান মিলল?
পুলিশ সূত্রে জানাগেছে, এদের বাড়ি বীরভূমের লাভপুর থানার হাতিয়া এলাকায়। গতকাল রাত্রি পোনে বারোটা নাগাদ একটি মোটর সাইকেলে চেপে নকল কয়েন গুলি নিয়ে আসছিল তারা। সেই সময় সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে প্রতারকদের রামপুরহাটে জাতীয় সড়কের উপর চাকপাড়া গ্রামের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ বাহিনী। ধৃতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ৩০০ টি নকল কয়েন, একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র, চারটি মোবাইল ও একটি মোটরসাইকেল। দীর্ঘদিন ধরে নকল কয়েন প্রতারকদের জাল ছড়িয়ে ছিল বীরভূমে। সাধারন মানুষদের সেই কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত এই নকল কয়েন চক্রের প্রতারকরা । আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে কার কাছে এগুলি বিক্রি করত, কোথা থেকে নিয়ে আসছিল জানতে তদন্ত চলছে। গেটাা ঘটনায় আরও কেউ জড়িয়ে আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
নকল কয়েন সহ গ্রেফতার দুষ্কৃতী
কিছুদিন আগে এই বীরভূম জেলাতেই নকল সোনার কয়েনকে আসল বলে বিক্রি করার অপরাধে এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরেছিল পুলিশ। ঘটনাটি ঘটেছিল বীরভূমের সাঁইথিয়ায়। ইতিমধ্যেই ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ নকল সোনার কয়েন ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ধৃতের নাম শেখ আশরাফুল। দক্ষিণেশ্বরের এক ব্যবসায়ীর সঙ্গে বীরভূমের সাঁইথিয়া থানার কল্যাণপুরের সোনার কয়েন বিক্রেতার কথা হয় সোনার কয়েন বিক্রি প্রসঙ্গে। শেখ আশরাফুল নামে ওই প্রতারকের কথা মতো দক্ষিণেশ্বরের ব্যবসায়ী ১ লক্ষ ১৫ টাকার টানা নিয়ে সাঁইথিয়া থানা এলাকার ডেকড্ডার গ্রামে যান। সোনার কয়েন বিক্রির অবৈধ লেনদেনের খবর গোপন সূত্রে আগেই ছিল পুলিশের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশও। ব্যবসায়ীর সঙ্গে লেনদেন করতে এসে পুলিশ দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করে আশরাফুল। যদিও শেষ পর্যন্ত তাকে ধরে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত আশরাফুলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ, প্রায় ৩০০টি নকল সোনার কয়েন এবং ওই ব্যবসায়ীর কাছে থেকে নেওয়া ১ লক্ষ ১৫ হাজার টাকাও পুলিশ উদ্ধার করেছে।