Birbhum: বীরভূম থেকে উদ্ধার ৬০টি তাজা বোমা, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর পুলিশ
Birbhum Bomb Found: গতকাল বগটুই গ্রামে এসে রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের যেখানে যেখানে বোমা ও বেআইনি অস্ত্র সব উদ্ধার করতে ।
বীরভূম: বীরভূমের মাড়গ্রাম এলাকা থেকে উদ্ধার তাজা বোমা। প্রায় ৬০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। জানা যায়, গ্রামের খালের ধারে ছটি জারে বোমাগুলি রাখা ছিল।
ঠিক কী ঘটেছে?
ঘটনাটি বীরভূমের মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে। এই ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছটি জারে বোমা গুলি রাখা রয়েছে। সূত্র মারফত খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি উদ্ধার করে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে । গতকাল বগটুই গ্রামে এসে রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের যেখানে যেখানে বোমা ও বেআইনি অস্ত্র সব উদ্ধার করতে । তারপরেই তত্পর হয়ে ওঠে পুলিশ ।
কী নির্দেশ দিয়েছিলেন মমতা?
বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে নিহত উপ প্রধান ভাদু শেখ ও অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি বলেন, "সারা বাংলায় সমস্ত জায়গায় তল্লাশি চালাও। যেখানে যত বোমা রয়েছে, যত বেআইনি অস্ত্র রয়েছে, সব উদ্ধার করতে হবে। পুলিশ যারা সক্রিয়ভাবে কাজ করবে, তাকে যথার্থ সম্মান জানান হবে। আর যে সঠিকভাবে কাজ করবে না, এনজয় করে কাটাবে, তাকে পুলিশে কাজ করার দরকার নেই। দুজন অন্যায় করবে, তার জন্য গোটা পদটাকে গোষ দেওয়া হবে, সেটা হতে পারে না।'
এরপর পুলিশকে (Police) কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। মমতা বলেন, "বগটুইয়ের ঘটনা ভয়াবহ। এমন করে মামলা রুজু করতে হবে যাতে দোষীরা কঠোর শাস্তি পায়। কোনও অপরাধী যেন ছাডা না পায়। আনারুলকে জানানোর পরও পুলিশ পাঠায়নি। আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। ওকে জানানোর পরও সময়মতো পুলিশ পাঠায়নি। কেন ও পুলিশ পাঠায়নি, তা জানা দরকার। সময় মতো পুলিশ পাঠালে হয়তো এমন ঘটনা এডানো যেত। এটা অবশ্যই দেখতে হবে আমাদের। এখন পর্যন্ত এই ঘটনায় যে কজন গ্রেফতার হওয়া বাকি রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। দোষীদের এমন শাস্তি আমি দেখতে চাই, যা পুলিশ করবে, যাতে কোনওদিন এমন ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়। কেউ যেন এমন কাজ আর করতে না পারে। এই ঘটনার দোষীদের শাস্তি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়।"