(Source: ECI/ABP News/ABP Majha)
Birbhum: অনুব্রতর গড়ে ফের বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ সিপিএম থেকেও
বীরভূমে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বোলপুর-শ্রীনিকেতন ব্লকের প্রায় পাঁচটি গ্রামের বেশ কিছু বাসিন্দা ।
গোপাল চট্টোপাধ্যায়,বীরভূম: অনুব্রত মণ্ডলের গড়ে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত রয়েছে। বিধানসভা ভোটের পর থেকেই বিজেপি সহ অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদানের ঢল চলছে। এরইমধ্যে বীরভূমে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বোলপুর-শ্রীনিকেতন ব্লকের প্রায় পাঁচটি গ্রামের বেশ কিছু বাসিন্দা ।
বুধবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন ২০০ জন সিপিএম ও বিজেপি কর্মী সমর্থকরা । যোগদানকারী স্থানীয় নেতারা এলাকায় দলের নেতৃত্ব দেবেন বলেও জানালেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, এদের নেতৃত্বে হবে এলাকায় কাজ ।
উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের কার্যত হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসে। এরপর থেকে শুরু হয়েছে উল্টোস্রোত। বিরোধী দল, বিশেষ করে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন রাজ্যের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা। তাঁদের মধ্যে কেউ কেউ আবার এলাকায় ভুল স্বীকার করে প্রচারেও সামিল হয়েছেন। তারপর তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন। বীরভূমেও এই ধারা অব্যাহত রয়েছে।
গত মাসেই বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত শিমুলিয়ায় বিজেপি, সিপিএম-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় সাড়ে তিন হাজার নেতা- কর্মী তৃণমূলে যোগদান করেছিলেন। বীরভূম তৃণমূল জেলা সভাপতি তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছিলেন।
বিজেপি অবশ্য বারেবারেই দাবি করছে ভয় দেখিয়ে দলবদল করানো হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলবদলের জেরে রাজ্যে বেশ কিছু পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ক্ষমতার সমীকরণও বদলে গিয়েছে। হাতের বাইরে থাকা অনেক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের নিয়ন্ত্রনে এসেছে বা আসতে চলেছে।
উল্লেখ্য, বুধবারই পুরনো দল তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। উন্নয়নে সামিল হতেই দলবদল বলে প্রতিক্রিয়া তৃণমূলের। এর পাশাপাশি বুধবারই বিজেপি ছাড়ার কথা জানালেন বসিরহাটের ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার।