Birbhum News: বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে খুন ! তল্লাশিতে পুলিশের জালে ৩
Birbhum Murder Case: পূর্ব আক্রোশের জের, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুন করার অভিযোগ উঠল তিন বন্ধুর বিরুদ্ধে।
নান্টু পাল, বীরভূম: পূর্ব আক্রোশবশত বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুন করার অভিযোগ উঠল তিন বন্ধুর বিরুদ্ধে (Birbhum Murder Case)। পুলিশ সূত্রে খবর,বিক্রম বাগ্দী নামে মৃত ওই ব্যাক্তি বহড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ বাপী, অভিজিত ও গোপাল তিনজন মিলে এলোপাথাড়ি লাথি ও ঘুষি মেরে বিক্রমকে মেরে ফেলে । বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হয় গ্রামবাসীরা । পুলিশে খবর দিলে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে আসে । তল্লাশি চালিয়ে রাতেই তিন অভিযুক্তকে আটক করে পুলিশ ।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার বহড়া গ্রামে।
আরও পড়ুন, হেলমেট পরে রাতভর ব্যাঙ্কে আত্মগোপন, গয়না চুরির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কেরই কর্মী
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুনের ঘটনায় আতঙ্ক ছড়াল বীরভূমের ময়ূরেশ্বর থানা এলাকায়
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুনের ঘটনায় আতঙ্ক ছড়াল বীরভূমের ময়ূরেশ্বর থানার বহড়া গ্রামেপুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিক্রম বাগ্দী। তাঁর বাড়ি বহড়া গ্রামে । গতকাল রাত্রি ১০ টা নাগাদ বহড়া গ্রামের বাড়ী থেকে বিক্রমকে ডেকে নিয়ে যায় তার তিন বন্ধু অভিজিত বাগ্দী, বাপী বাগ্দী ও গোপাল বাগ্দী । এরপর এরপর বাড়ি থেকে কিছুটা দুরে বিক্রমকে লাথি ও ঘুষি মারতে শুরু করে অভিযুক্ত তিন বন্ধু । অভিযোগ বাপী, অভিজিত ও গোপাল তিনজন মিলে এলোপাথাড়ি লাথি ও ঘুষি মেরে বিক্রমকে মেরে ফেলে । বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হয় গ্রামবাসীরা । পুলিশে খবর দিলে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে আসে । তল্লাশি চালিয়ে রাতেই তিন অভিযুক্তকে আটক করে পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশ জানিয়েছেন মদ্যপ অবস্থায় বন্ধুদের মধ্যে ধাক্কা ধাক্কা হয়। তখন বিক্রম পড়ে যায়। তবে তার শরীরে কোনো আঘাতের চিঙ্গ নেই।এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি পরিবারে পক্ষ থেকে।
বন্ধুদের সঙ্গে বেরিয়ে প্রাণ হারানোর ঘটনা কি বেড়েই চলেছে ?
প্রসঙ্গত, রাজ্যে বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে গিয়ে প্রাণ হারানোর ঘটনা আগেও ঘটেছে। কখন সমুদ্র ঘুরতে গিয়ে, কখনও বা অতর্কিতে বাইকে চড়তে গিয়ে। তবে পরিকল্পনা করে এভাবে খুনের ঘটনা খুব কমই শোনা গিয়েছে। আর এবার সেই গুরুতর অভিযোগ উঠল তিন বন্ধুর বিরুদ্ধেবীরভূমের ময়ূরেশ্বর থানার বহড়া গ্রামে। পার্কসার্কাসেও মোবাইলে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠে এসেছিল। এবার আরও একবার নৃশংসপার্কসার্কাসেও মোবাইলে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠে এসেছিল। এবার আরও একবার নৃশংস ঘটনা ঘটল বীরভূমে।