Birbhum News: ভাইফোঁটার সকালে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনায় মৃত্যু বোনের
Accident News: ভাইফোঁটার আয়োজন চলছে। ফোঁটা দেবেন বলে ভাইয়ের সঙ্গে বাইকে চড়ে মিষ্টি কিনতে গিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না বছর ২৫-এর রীতা সাউয়ের।
![Birbhum News: ভাইফোঁটার সকালে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনায় মৃত্যু বোনের Birbhum News death of a young woman riding a bike after being hit by a tractor Birbhum News: ভাইফোঁটার সকালে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনায় মৃত্যু বোনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/15/94bc7728a21b4de0f2fa91f8c9f6e0bf170003265972551_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ভাইফোঁটার (Bhaiphonta 2023) সকালে মিষ্টি কিনতে গিয়ে আর ফেরা হল না। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু বাইক আরোহী তরুণীর। মৃতার নাম রীতা সাউ (২৫)। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভাইফোঁটায় মৃত্যু বোনের: ভাইফোঁটার আয়োজন চলছে। ফোঁটা দেবেন বলে ভাইয়ের সঙ্গে বাইকে চড়ে মিষ্টি কিনতে গিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না বছর ২৫-এর রীতা সাউয়ের। তাঁর বাপের বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুরের কানিঝাড়া গ্রামে। শ্বশুরবাড়ি বীরভূমের (Birbhum) মাড়গ্রামের ছোটচৌকি গ্রামে। বুধবার সকালে ভাইয়ের বাইকে চেপে নলহাটি এলাকায় এসেছিলেন মিষ্টি কিনতে। নলহাটিতে তাদের বাইকের পিছনে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক্টর। ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন রীতা ও তাঁর ভাই। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
গতকাল প্রতিমা বিসর্জনের সময় পুরসভার গাড়ির ধাক্কায় কর্তব্যরত পুলিশ কর্মীর মৃত্যু হয়। সোমবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নিমতলা ঘাটে। বছর চল্লিশের মৃত পুলিশ কর্মীর নাম সন্দীপ বর্মন। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের G কোম্পানির কনস্টেবল।বাড়ি উত্তর দিনাজপুরে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ নিমতলা ঘাটে দুর্ঘটনা ঘটে। পুরসভার গাড়ি গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ করছিল। গাড়ির পিছনের চাকা ওই কনস্টেবলকে পিষে দেয়। আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। পুরসভার গাড়ি আটক হলেও, চালক পলাতক।
সোমবার তিন জেলায় ৬ জনের মৃত্যু হয়।উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার চারাতলায় পুলিশ আধিকারিকের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তিন বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, বনগাঁ মহিলা থানার IC অপরাজিতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে বাইক। ৩ বাইক আরোহীই মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি। আহত IC ও তাঁর গাড়ি চালক হাসপাতালে ভর্তি। অন্য দিকে, হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ২ বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, ট্রাফিক আইন ভেঙে কলকাতামুখী লেন দিয়ে বাগনানের দিকে বেপরোয়া গতিতে ছুটছিল বাইক। নিয়ন্ত্রণ হারানোয় গাড়িতে ধাক্কা লাগে। দুই আরোহীর মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে। কলকাতার বেলগাছিয়ায় লার্নার বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক দোকানদারের। আহত হন আরও ৪ জন। পুলিশ সূত্রে খবর, পরেশনাথ মন্দিরের দিক থেকে এসে ইউ টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে যায় গাড়ি। ঘটনাস্থলেই দোকানদারের মৃত্যু হয়। গাড়িতে ছিলেন বাবা ও ছেলে। তাঁদের আটক করে উল্টোডাঙা থানার পুলিশ।
আরও পড়ুন: Jyotipriyo Mullick: প্রেসিডেন্সি জেলে পড়শি পার্থ, মানিক, দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)