Birbhum News: পানীয় জলের দাবিতে তাণ্ডব কাদের ? দলের কর্মীদের বিক্ষোভের মুখে সিউড়ির তৃণমূল বিধায়ক
TMC News: পানীয় জল না মেলায় তৃণমূলের একাংশ বিক্ষোভ দেখিয়েছে বলে পাল্টা দাবি গেরুয়া শিবিরের।

ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি : বীরভূমে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লের সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। গতকাল পানীয় জলের দাবিতে সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপি। পানীয় জল না মেলায় তৃণমূলের একাংশ বিক্ষোভ দেখিয়েছে বলে পাল্টা দাবি গেরুয়া শিবিরের। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সিউড়ি থানার বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। ঘটনাস্থলে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। দোষীরা দ্রুত গ্রেফতার না হলে সিউড়ি ১ নম্বর ব্লকে দলের কোনও সাংগঠনিক কাজ হবে না বলে বিধায়ককে হুঁশিয়ারি দেন দলেরই এক নেতা। দ্রুত দোষীদের গ্রেফতারির আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক। ভোট যত এগিয়ে আসবে তৃণমূলের লোকজন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে বলে কটাক্ষ বিজেপির।
এ প্রসঙ্গে বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "এটা বিক্ষোভ নয়। এটা অ্যান্টি-সোশাল ক্রিমিনালরা কী করে একটা সরকারি অফিস ভাঙচুর করে, কী করে আর্মস নিয়ে জনপ্রতিনিধিদের ভয় দেখায়-মারধর করে, কী করে লুঠপাট করে, ফাইলপত্র নষ্ট করে ? সরকারি একটা অফিস...সেখানে এত আস্পর্ধা, এত সাহস বেড়ে গেল কাদের মদতে ? বিজেপি কি এতবড় ক্ষমতায় চলে এসেছে নাকি ? এই সকল অ্যান্টি-সোশালদের আমরা সতর্ক করছি। সোজা রাস্তায় হাঁটো। মানুষকে ভয় দেখাবে না, চমকাবে না। আর যে ব্যবস্থা নেওয়া দরকার, প্রশাসনিক স্তরে নাও। তৃণমূলের কেউ নেই।"
পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়ে বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, "এই তো সবে শুরু। সামনে নির্বাচন যত আসবে, তৃণমূল কংগ্রেসের এই ধরনের পরিস্থিতি...নেই আর নেই...চারিদিকে শুধু নেই। জল নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, শিক্ষা নেই... তৃণমূলের লোকে তৃণমূলের শাসন ব্যবস্থাকে বিদ্রোহ দেখাবে, বিক্ষোভ দেখাবে। সিউড়ি ১ নম্বর ব্লকে আজ সেই ঘটনা এসেছে। সিউড়ি পঞ্চায়েত সমিতিতে জল দিতে পারছে না। স্বাভাবিকভাবেই সিউড়ির কালীপুরের লোকেরা পঞ্চায়েত সমিতিতে গিয়ে ভাঙচুর করেছে, বিক্ষোভ দেখিয়েছে। আগামীদিনে সমস্ত নিচুতলার স্বশাসিত সংস্থায় মানুষ যাবে বিক্ষোভ দেখাবে। আমরা বুঝতে পেরেছি মানুষের আওয়াজ। ২০২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।"
এ প্রসঙ্গে সিউড়ি ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডল বলেন, "আমরা চেম্বারে ছিলাম। আমি জানালা দিয়ে দেখলাম, কতগুলো মহিলা, কতগুলো ছেলে বাইরে ছিলেন, তাঁরা হঠাৎ আমার চেম্বারে ঢুকে, আমার টেবিলের ফাইলপত্র নিয়ে চলে যান, টেবিলে ভেঙে দেন। টেবিলে নাচানাচি করেন। গোটা ঘর তছনছ করে দেন। এরপর বাইরে যান। তাঁদের কী উদ্দেশ্য সেটা ঠিকমতো বললেন না। কিন্তু,পূর্বপরিকল্পতভাবে মারধর করে দিয়ে চলে গেলেন। কোনও দলের ব্যানার ছিল না। আধ ঘণ্টা আমার ঘরে অত্যাচার করেছেন।"
বিক্ষোভকারী চৈতালি অঙ্কুর বলেন, "অশান্তি বলতে, কলের জন্য। আমাদের কল আছে। আজ দু'বছর ধরে কলে জল নেই। চার-পাঁচবার এসেছি বিডিওর কাছে। পঞ্চায়েতে গেলে বলে বিডিওর কাছে যাও। এখানে এলে বলে পঞ্চায়েতে যাও। সাধারণ মানুষকে যদি না দেখে, সাধারণ মানুষ কী করবে ? আজ পথে যদি কারো কিছু হয়...মানে জল দরকার কিন্তু জল পাবে না।"






















