Birbhum News: দশচাকা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাসের, নিহত দুই যাত্রী
Birbhum Road Accident News: আজ বেলা ১২ নাগাদ সিউড়ির দিক থেকে রামপুরহাটের অভিমুখে যাচ্ছিল যাত্রীবাহী একটি বেসরকারি বাস । সামনের দিক থেকে আসছিল পাথর বোঝাই লরিটি।
নান্টু পাল, বীরভূম: যাত্রীবাহী বেসরকারি বাসের (Private Bus) সঙ্গে পাথর বোঝাই দশচাকা লরির (Lorry) সংঘর্ষে মৃত্যু (Death) হলো বাসের দুই যাত্রীর । পথ দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের (Birbhum) মল্লারপুরে (Mallarpur) । ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন বাসের যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ।
আজ বেলা ১২ নাগাদ সিউড়ির দিক থেকে রামপুরহাটের অভিমুখে যাচ্ছিল যাত্রীবাহী একটি বেসরকারি বাস । সামনের দিক থেকে আসছিল পাথর বোঝাই লরিটি। মল্লারপুরের আম্বা মোড়ের কাছে লরিটির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা লাগে। বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বেশ কিছু অংশ সম্পূর্ণ ভেঙ্গে যায় । দুর্ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । দুই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
উল্লেখ্য, গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রী উস্তির উত্তরকুসুমের কারবালার বাসিন্দা। ছাত্রীকে শেষপর্যন্ত হাসপাতাল থেকেই পরীক্ষার ব্যবস্থা করে উস্তি থানার পুলিশ, স্কুল কর্তৃপক্ষ ও পর্ষদ কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,মঙ্গলবার মামার বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী।পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে উস্তি থানার কেঁশলী এলাকায় একটি গাড়িকে পাস করতে গিয়ে বাইক ধাক্কা মারে একটি গাছে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে স্থানীয়রা বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই ছাত্রীর অবস্থার অবনতি দেখে ছাত্রীকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।এই খবর পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ ও পর্ষদ কর্তৃপক্ষ হাসপাতালে যান। চিকিৎসকের সঙ্গে কথা বলেন, শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।তারপর হাসপাতালে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।এই উদ্যোগকে সাধুবাদ জানান ছাত্রীর অভিভাবকরা।