মিড ডে মিলের খাবারে সাপ! হাসপাতালে ভর্তি ১৬ জন
Birbhum News: কীভাবে ডালের মধ্যে সাপ? স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। মি়ড ডে মিলে সাপ, প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষকের বাইক ভাঙচুর।
বীরভূম: মিড ডে মিলে (Mid Day Meal) ডালের বালতিতে সাপ! বীরভূমের (Birbhum) ময়ূরেশ্বরে তোলপাড়। বীরভূমের ময়ূরেশ্বরে মিড ডে মিলে ডালের বালতিতে সাপ (Snake)! মিড ডে মিলের খাবার খাওয়ার পরেই কয়েকজন ছাত্র অসুস্থ। ১৬জন শিশুকে ভর্তি করা হল রামপুরহাট মেডিক্যালে। কীভাবে ডালের মধ্যে সাপ? স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। মি়ড ডে মিলে সাপ, প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষকের বাইক ভাঙচুর।
মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেও
এই মাস থেকেই, স্কুল পড়ুয়াদের মেনুতে ডিম, মাংস ও মরসুমি ফল যোগ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই মতো উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এই স্কুলের পড়ুয়াদের হাতে পৌঁছেছিল কমলালেবু। পাতে পড়েছিল ডিম। কিন্তু পেটে ঢোকেনি কোনওটাই। অভিযোগ, খাওয়ার জন্য় নয়। ছবি তোলার জন্য পড়ুয়াদের দেওয়া হয় এইসব! ছবি তোলার পর, ক্ষুদেদের হাত থেকে ফিরিয়ে নেওয়া হয় ডিম, কমলালেবু। দেগঙ্গার কলসুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। শুধু তাই নয়, পডুয়াদের সংখ্যাতেও গরমিলের অভিযোগ উঠেছে।
এক অভিভাবকের অভিযোগ, “বাচ্চাদের মুখ থেকে খবর পেয়েছি, ৫-১০জন বাচ্চা আসে। ৪৫-৫০ জন সিগনেচার করছে। ডিম, কমলালেবু দেওয়া নেওয়ার পর হেড স্য়র ছবি তুলে সেগুলো নিয়ে নিয়েছে।’’ শনিবার প্রধান শিক্ষককে ঘিরে ধরে, স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রধান শিক্ষক অবশ্য অভিযোগ কিছুটা স্বীকার করে নিয়েছেন।
দক্ষিণ কলসুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্র প্রধান শিক্ষক বলেন, “আমাদের অফিস থেকে বলা হয়েছে, আপনাদের সপ্তাহে ২০ টাকা দেওয়া হবে। যদি আপনারা ছবি করে না পাঠান, তাহলে দেওয়া হবে না। আমরা আগের দিনই দিয়েছিলাম। সেদিন ক্য়ামেরা ছিল না তাই ছবি তোলা হয়নি। একটা কমলার দাম ৮টাকা। ডিম ৭টাকা। আমাদের ৬টা ৬৬ পয়সা করে দেওয়া হয়। ফেরত নিয়েছি। এটা উচিত হয়নি। ভুল হয়েছে।’’
পঞ্চায়েত ভোটের আগে, পড়ুয়াদের মিড ডে মিলে ডিম, মুরগির মাংস ও মরসুমি ফল যোগ হওয়ায়, অতিরিক্ত ৩৭১ কোটি ৯০ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রতি সপ্তাহে পড়ুয়া পিছু আরও ২০ টাকা করে খরচ বাড়বে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কিন্তু সেই পুষ্টি ঠিকমতো পৌঁচচ্ছে তো পড়ুয়াদের কাছে? সেই প্রশ্নই তুলে দিল দেগঙ্গার দক্ষিণ কলসুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের এই ঘটনা।