Visva-Bharati : তিন পড়ুয়াকে বরখাস্ত করার প্রতিবাদে উপাচার্যর বাড়ির সামনে ৩ দিন ধরে চলছে অবস্থান-বিক্ষোভ
দিলীপ ঘোষের কটাক্ষ, বিশ্বভারতীকে রাজনীতির আখড়া করা হচ্ছে
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম : বিশ্বভারতীর (Visva-Bharati) তিন পড়ুয়াকে বরখাস্ত করার প্রতিবাদে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakrabarty) বাড়ির সামনে তিনদিন ধরে চলছে অবস্থান-বিক্ষোভ ( Student Agitation)। এই পরিস্থিতিতে সমস্ত কর্মীদের ছুটি বাতিল করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ক্যাম্পাস ছাড়তে নিষেধ করা হয়েছে। যারা বাইরে রয়েছেন, তাঁদেরও ক্যাম্পাসে ফিরতে নোটিস জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিকে, তিন পড়ুয়াকে বরখাস্ত করার প্রতিবাদে ক্রমশ জোরাল হচ্ছে আন্দোলন। এদিন বকুলতলা মোড় থেকে উপাচার্যর বাড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা।
গত ৯ জানুয়ারি ছাতিমতলায় বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। ওই দিনই অর্থনীতি বিভাগের একটি ঘরের তালা ভাঙা হয় বলে অভিযোগ। এরপরই সোমনাথ সৌ, ফাল্গুনী পান এবং রূপা চক্রবর্তী নামে ৩ পড়ুয়াকে ৩ বছরের জন্য বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দিলীপ ঘোষের কটাক্ষ, বিশ্বভারতীকে রাজনীতির আখড়া করা হচ্ছে
এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতেই শুক্রবার সন্ধে থেকে পড়ুয়াদের একাংশ আন্দোলনে নামেন। গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্বভারতীয় কর্তৃপক্ষ। তবে ৩ পড়ুয়াকে বরখাস্ত করার ঘটনায় রাজনীতিও চলছে পুরোদমে। পড়ুয়াদের একাংশের আন্দোলন-বিক্ষোভের মধ্যেই আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩ দিন, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বিজেপিও পাল্টা সুর চড়িয়েছে! সবমিলিয়ে বিশ্বভারতী ক্যাম্পাসের পরিস্থিতি বেশ উত্তপ্ত। এরই মধ্যে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। বসেছে ৯টি নতুন ক্লোজ সার্কিট ক্যামেরা।
পড়ুয়াদের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের সংঘাত ঘিরে শান্তিনিকেতনের পরিবেশ নিয়ে আশঙ্কায় আশ্রমিকরা। ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শনিবার মন্তব্য করেন, ' বিশ্বভারতীকে রাজনীতির আখড়া করা হচ্ছে।' অন্যদিকে আবার ফিরহাদ হাকিমের পাল্টা আক্রমণ,' বিশ্বভারতীকে রাজনীতির আখড়া বানিয়েছে বিজেপিই' ।
অন্যদিকে, পড়ুয়াদের আন্দোলন শুরুর পরেই তড়িঘড়ি রাস্তার চারপাশে সিসি ক্যামেরা লাগিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।