Birbhum Weather Update: আজও বৃষ্টির সম্ভাবনা, কয়েক ডিগ্রি কমেছে তাপমাত্রা! কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?
Birbhum Weather Update Today: অন্যান্য জেলার পাশাপাশি কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? জেনে নিন, আজকের বীরভূমের ওয়েদার আপডেট।
বীরভূম: বৃষ্টির ফলে কয়েক ডিগ্রি তাপমাত্রা কমেছে গত কয়েকদিন ধরেই। কমেছে দাবদাহের তেজ, কিছু স্বস্তি পেয়েছে শহর থেকে শহরতলি। গতকাল সন্ধেতেও কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে শহর। ছিল ভারি বৃষ্টির সম্ভাবনাও। আজ, অন্যান্য জেলার পাশাপাশি কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? জেনে নিন, আজকের বীরভূমের ওয়েদার আপডেট।
আজ বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে বেশ কয়েক ডিগ্রি। গত কয়েকদিন থেকেই অবশ্য ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে তাপমাত্রা। আজ বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গোটা দিনই আজ মেঘলা থাকবে বীরভূমের আকাশ। বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। রাতের দিকেও আকাশ ঢাকা থাকবে মেঘে। তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৪ শতাংশ।
বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location): বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত। বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।
আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।
বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : আজ বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে বেশ কয়েক ডিগ্রি। গত কয়েকদিন থেকেই অবশ্য ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে তাপমাত্রা। আজ বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গোটা দিনই আজ মেঘলা থাকবে বীরভূমের আকাশ। বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। রাতের দিকেও আকাশ ঢাকা থাকবে মেঘে। তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৪ শতাংশ।
সূর্যোদয় (Sunrise) - সকাল ০৪.৫৯
সূর্যাস্ত (Sunset) - বিকেল ০৬.১৮
আরও পড়ুন: MET Gala 2024: মেট গালায় যাওয়া সহজ নয়, একটি সিটের জন্য় খরচ করতে হয় কোটি-কোটি টাকা