Bogtui Violence : দীর্ঘদিন ফেরার থাকার পর বগটুই হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত জাহাঙ্গির শেখকে গ্রেফতার করল CBI
সিবিআই সূত্রে দাবি, রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া বগটুই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল নিহত তৃণমূল নেতা ভাদু ঘনিষ্ঠ লালন শেখ।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বগটুই হত্যাকাণ্ড ( Bogtui ) ও অগ্নিসংযোগের ঘটনায় এবার অন্যতম মূল অভিযুক্ত জাহাঙ্গির শেখকে গ্রেফতার করল সিবিআই ( CBI ) । জাহাঙ্গির নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের ভাই। ২১ মার্চ, বরামপুরহাটে জাতীয় সড়কের ধারে, তৃণমূলের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়।
হত্যাকাণ্ডের পরই বগটুই গ্রামে জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় মোট ১০ জনের। সেই রাতে আগুনে পুড়ে সবথেকে বেশি সংখ্যক গ্রামবাসীর মৃত্যু হয় সোনা শেখের বাড়িতে। আগুন লাগানো হয়েছিল কাছেই । ফটিক শেখের বাড়িতেও। আগুনে পুড়ে ফটিকের স্ত্রীর মৃত্যু হয়। সিবিআই সূত্রে দাবি, রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া বগটুই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল নিহত তৃণমূল নেতা ভাদু ঘনিষ্ঠ লালন শেখ। বগটুই হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরে, আরও কয়েকজন ধরা পড়ে। সিবিআইয়ের চার্জশিটে নাম ছিল ভাদুর ভাই জাহাঙ্গির শেখের। অবশেষে তাকে মঙ্গলবার ঝাড়খণ্ড ( Jharkhand ) থেকে তাকে গ্রেফতার করে সিবিআই।
আরও পড়ুন :
'আমাকে ফাঁসিয়েছে, ষড়যন্ত্রকারীদের নাম বলব', আনারুলের মন্তব্যে ফের শুরু তরজা
এর আগে ৩ ডিসেম্বর, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ঘনিষ্ঠ লালন শেখকে। শনিবার বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড় থেকে লালন শেখকে গ্রেফতার করে সিবিআই। ধরা পড়ার পরে অবশ্য লালন শেখের দাবি, ২১ মার্চের ঘটনার দিন তিনি নাকি গ্রামেই ছিলেন না! ধৃত লালন শেখকে এদিন ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত।
দুপুর সাড়ে ১২ টায় অন্যান্য খবর
১। ভাঙড়ে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ির লক্ষ্য করে ১২ রাউন্ড গুলি। তাজা বোমা পড়ে রয়েছে এলাকায়। ঘরের মধ্যে গুলির দাগ, পড়ে রয়েছে গুলির খোল।
২। কাইজার আহমেদের বিরুদ্ধে মুখ খোলায় হামলার অভিযোগ আক্রান্ত তৃণমূল নেতার। মমতা-অভিষেকের কাছে চাইলেন বিচার। হাস্যকর, গট আপ গেম। তদন্তের চ্যালেঞ্জ কাইজারের।
কাইজার বনাম ফজলে
৩। বিরোধীদের চক্রান্ত, দাবি সওকত মোল্লার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কুণালের। বখরা নিয়ে গন্ডগোলের জের, প্রতিক্রিয়া সিপিএমের শমীক লাহিড়ির।
৪। বারুইপুরে শ্যুটআউট। কাকা-সহ ২ জনকে গুলি করে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। মূল অভিযুক্ত ফেরার। অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন উত্তেজিত জনতার।
৫। মেডিক্যাল কলেজে সাড়ে ৩৪ ঘণ্টা পর উঠল ঘেরাও। দুপুর ২টোর মধ্যে দাবি না মানলে আমরণ অনশনের হুমকি আন্দোলনকারীদের।
৬। ১৪ দিনের জেল হেফাজত শেষে মানিক ভট্টাচাৰ্যকে আজ ফের আদালতে পেশ করল ইডি। ৩০ কোটি টাকার সম্পত্তির হদিশ। বাড়তে পারে আরও। আদালতে আগেই দাবি ইডি-র।