Birbhum News: মা কালীর প্রায় ৬৫০ ভরি সোনার গয়না ব্যাঙ্কের লকারে ! অনুব্রত-ঘনিষ্ঠকে নিয়ে তল্লাশি ইডির !
Enforcement Directorate: অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং লেনদেনের হিসাব নিচ্ছেন ইডি আধিকারিকরা।
ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করে সিবিআই (CBI)। এরপর আর্থিক তছরুপ বিরোধী আইনে ইডির (Enforcement Directorate) দায়ের করা মামলায় ২০২২-এর ১৭ নভেম্বর থেকে জেলবন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। বর্তমানে তিনি দিল্লির তিহাড় জেলে রয়েছেন। এত কিছুর পরেও বীরভূমের জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরায়নি তৃণমূল। এহেন কেষ্টহীন বীরভূমে অভিযানে নামল ইডি। বোলপুরে ২২ নম্বর ওয়ার্ডের অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কাউন্সিলর শিবনাথ রায়কে নিয়ে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এই সংস্থা।
আজ ইডির তিন জন আধিকারিক বোলপুর ইউনিয়ন ব্যাঙ্কে আসেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ব্যাঙ্ক ঘিরে রেখেছেন। ভিতরে ইডি আধিকারিকরা ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। সূত্রের খবর, বোলপুরে বীরভূম জেলা তৃণমূল কার্যালয়ে যে ট্রাস্ট রয়েছে তার একটি অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কে। সেই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং লেনদেনের হিসাব নিচ্ছেন ইডি আধিকারিকরা। অনুব্রত-ঘনিষ্ঠ শিবনাথ রায়কে নিয়ে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। শিবনাথ রায় পার্টি অফিসের ট্রাস্টের অন্যতম ট্রাস্টি। এই ব্যাঙ্কে ট্রাস্টের লকার রয়েছে। সূত্রের খবর, সেই লকারে পার্টি অফিসের মা কালীর প্রায় ৬৫০ ভরি সোনার গয়না রয়েছে।
বোলপুর শহরে ঝাঁ চকচকে তৃণমূল কংগ্রেস ভবন। সিঁড়ি দিয়ে উঠতেই দেবী কালীর মূতি। সেই মূর্তি প্রতিষ্ঠা করে একসময় পুজো করতে দেখা যেত তৎকালীন দৌর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে। এই কালীপুজো দীর্ঘদিন ধরে করেছেন তিনি। অনুব্রতর কালীভক্তির কথা সুবিদিতও। এর আগে তাঁকে বলতে শোনা গেছে, 'আমি দেখেছি মাকে আমি যা চাই আমি তা পাই।' এহেন কেষ্ট আজ জেলবন্দি।
অথচ ভোটের বাদ্যি বাজতেই বীরভূমে কেষ্ট বন্দনা শুরু করে দিয়েছেন তাঁর অনুগামীরা। না থেকেও তিনি আছেন। দাদাকে ভুলে যাননি অনুগামীরা। তিহাড়ে থেকেও ক্রমে বাউলভূমের পথে ঘাটে অস্তিত্ব প্রকট হচ্ছে অনুব্রত মণ্ডলের। গত মাসেই দেখা যায়, অনুব্রত মণ্ডলের মঙ্গলকামনায় বোলপুরের রেল ময়দানে দুর্গা মন্দিরের সামনে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়। ঘি, বেলকাঠ, ঢাকি সহযোগে হয় কেষ্ট-আরাধনা। সামিল হন সিউড়ির বিধায়কও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে