Birbhum Fake Money: শান্তিনিকেতনে জাল নোটের হদিশ, ফটোকপির দোকানে মিলল নকল টাকা
Shantiniketan Fake Money: আজ বিকেল পাঁচটা নাগাদ সিআইডি কিছু আধিকারিক এসে কালার জেরক্স মেশিন ও বেশ কিছু টাকা উদ্ধার করে নিয়ে।
আবীর ইসলাম, বীরভূম: এবার শান্তিনিকেতনে জাল নোটের হদিশ। ফটোকপির দোকানে সিআইডির অভিযান। জাল নোটের ব্যবসা চলছিল বলে খবর ছিল, দাবি পুলিশ সূত্রে।
ঠিক কী ঘটেছে?
শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্যামবাটি বাজার এলাকার রাস্তার পাশে জেরক্স দোকান থেকে কালার প্রিন্টার ও কিছু টাকার জাল নোট উদ্ধার করে সিআইডির আধিকারিকরা, এমনটাই দাবি এলাকাবাসীদের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, নাম প্রদীপ খাঁ দীর্ঘদিন ধরেই জেরক্স ও লটারির দোকান চালান। হঠাৎ করে আজ বিকেল পাঁচটা নাগাদ সিআইডি কিছু আধিকারিক এসে কালার জেরক্স মেশিন ও বেশ কিছু টাকা উদ্ধার করে নিয়ে। তারপরই জেরক্স দোকানে তালা লাগিয়ে চলে যায় আধিকারিকরা। পাশের একটি দোকানের বক্তব্য সিআইডি পরিচয় দিয়ে কিছু জন এসেছিল একটি কালার প্রিন্টার ও জাল নোট উদ্ধার করে নিয়ে যায়।
শুধু তাই নয়, দোকানে তালা দিয়ে ফের তাঁরা আসবে বলে জানিয়েছেন পাশের দোকানিদের, এমন দোকানের সামনে আগুনে পোড়ানো কিছু কাগজ রয়েছে। তারপাশেই ১০০ টাকার নোট এখনও পড়ে রয়েছে। যদি এই পুরো ঘটনা নিয়ে বীরভূমে পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী তিনি জানান সিআইডির কাছে আগে থেকে খবর ছিল, জাল নোটের ব্যবসা করছিলেন। স্থানীয় থানার একজন সিভিক পুলিশ সিআইডির সঙ্গে গিয়েছিল আজ। এটা নিয়ে অভিযোগ জমা পড়তে পারে, এমনটাই জানা গিয়েছে। এরপর পুরো বিষয়টা আমাদের হাতে আসবে। দোকান থেকে কিছু কাগজ-পত্র উদ্ধার হয়েছে বাকিটা পুলিশকে জানানো হয়নি। যদি ওই পুরো ঘটনা নিয়ে অভিযুক্তের পরিবার কিছু বলতে চাইনি ।