Biriyani Seller Attacked : 'বিনা পয়সায় ১০ প্লেট বিরিয়ানি', দাবি না মানায় উইকেট দিয়ে দোকানির মাথা ফাটালেন তৃণমূল কর্মী
Kolkata : 'ফ্রি-তে বিরিয়ানি দিতে রাজি না হওয়ায় দোকান মালিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। '

রঞ্জিত সাউ, নিউটাউন : নিউটাউনে জনপ্রিয় বিরিয়ানির দোকানে হুলুস্থূল কাণ্ড। ক্রেতার সঙ্গে দোকানদারের বচসা গড়াল হাতাহাতিতে। তারপর বইল রক্তগঙ্গা। এলকার জনপ্রিয় বিরিয়ানির ডেস্টিনেশনে রাতবিরেতে বেঁধে গেল ভয়ঙ্কর গোলযোগ।
'উইকেট দিয়ে মার'
অভিযোগ, মঙ্গলবার রাত ১০টা নাগাদ এলাকার এক তৃণমূল কর্মী দোকানে এসেছেই গা-জোয়ারি শুরু করে। ১০ প্লেট বিরিয়ানির অর্ডার দেয়। আর সঙ্গে সঙ্গেই বলে দেয়, টাকা দিতে পারবে না। এক প্রকার হুজ্জতি শুরু করে দেয় তারা। দোকানদার জানায়, বিরিয়ানি পেতে গেলে টাকা দিতেই হবে। অভিযোগ , তৃণমূল কর্মী অজয় সর্দারের দাবি করেন , 'বাকিতেই' বিরিয়ানি দিতে হবে, টাকা-পয়সা দেওয়া হবে না। এই নিয়ে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। তর্কাতর্কি থেকে ঘটনা গড়ায় হাতাহাতিতে।
'বাকিতে' বিরিয়ানি না দিতে চাওয়ায় প্রথমে হুমকি দেওয়া হয়। তাপর দোকান ভাঙচুর করে ওই স্থানীয় তৃণমূল কর্মী । এখানেই থামেননি তিনি । দোকানের মালিক রূপম বিশ্বাসকে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া দেয় বলে অভিযোগ। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।
হাওড়াতেও অনুরূপ ঘটনা
এই প্রথম নয়, এর আগে বিরিয়ানির দোকানে গিয়ে দাদাগিরি দেখানোর অভিযোগ উঠেছিল হাওড়ায়। গত বছর এপ্রিলেই মধ্য হাওড়ার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে একটি বিরিয়ানির দোকানে এমনই গণ্ডগোল বাঁধে। রাতে উত্তর হাওড়ার পিলখানার দুই যুবক ওই দোকানে বিরিয়ানি কিনতে এসে দোকানের মালিকের সঙ্গে বিরিয়ানির দাম নিয়ে বচসা শুরু করেন। তখনকার মতো ব্যাপারটা মিটে গেলেও পরদিন বিকালে ওই দুজন যুবক পিলখানা এলাকার আরও বেশ কয়েকজন যুবককে নিয়ে ওই দোকানে চড়াও হন। তখন আর বিষয়টি কথা কাটাকাটিতে থেকে থাকেনি। রীতিমতো হাতাহাতি লেগে যায় সেখানে। দোকান মালিককে কাছে পেয়ে তাকে কিল, চড় এবং ঘুষি মারতে থাকে ওই যুবকরা।
বিরিয়ানির দোকানে গুলি
২০২২ সালে ব্যারাকপুরে ভিড়ে ঠাসা বিরিয়ানির দোকানে শ্যুটআউটের ঘটনা ঘটে । বিরিয়ানি দোকানের কর্মী ও ১ জন ক্রেতাও গুলিবিদ্ধ হয়েছিলেন সেই ঘটনায়। ব্যারাকপুর-বারাসাত রোডের মোহনপুরে শ্যুটআউটের ঘটনাটি ঘটে। বিরিয়ানি দোকান লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় বাইকআরোহীরা। এলোপাথাড়ি গুলিতে আহত হন দোকানের কর্মী প্রদীপ সিংহ।






















