Birth-Death Certificate: জন্ম-মৃত্যুরও ভুয়ো শংসাপত্র! প্রতারণা চক্রের পর্দাফাঁস পুলিশের
Fake Birth and Death Certificate: সামনে এল ভুয়ো জন্ম ও মৃত্যুর সংশাপত্র তৈরির প্রতারণা চক্র। তদন্তে নেমে হুগলির খানাকুল থেকে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
রঞ্জিত সাউ, কলকাতা: ভুয়ো জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরির প্রতারণা চক্রের পর্দাফাঁস। হুগলির খানাকুল থেকে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহার জুড়ে এই প্রতারণা চক্র চলত।
আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দাফাঁস। সামনে এল ভুয়ো জন্ম ও মৃত্যুর সংশাপত্র তৈরির প্রতারণা চক্র। তদন্তে নেমে হুগলির খানাকুল থেকে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম, নুর হাসান মোল্লা। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে জন্মের ২টি ভুয়ো সংশাপত্র। একটি মোবাইল ফোন।
উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু করা জন্মের নকল সংশাপত্রের ১১টি হোয়াটসঅ্যাপ প্রিন্ট আউট। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালের ভুয়ো ওয়েবসাইটের ইউজার আইডি ও লগইন পাসওয়ার্ড উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০২১-এর ২০ জুলাই রাজ্য স্বাস্থ্য দফতর তাদের কাছে একটি লিখিত অভিযোগ করে। তাতে বলা হয়, রাজ্যের বহু সরকারি হাসপাতালের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে জাল জন্ম ও মৃত্যুর সংশাপত্র তৈরি করা হচ্ছে
এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এরপরই ভুয়ো ওয়েবসাইটের IP অ্যাড্রেস ট্র্যাক করে খানাকুলে অভিযান চালানো হয়। তাতেই ধরা পড়ে অভিযুক্ত। পুলিশ জানতে পারে, টাকার বিনিময়ে জাল সংশাপত্র তৈরি করতেন নুর হাসান। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহার জুড়ে এই প্রতারণা চক্র চলত।এই প্রতারণা চক্রের পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তির মদত রয়েছে কি না তা জানতে আরও তদন্ত চলবে বলে জানিয়েছে পুলিশ।