(Source: ECI/ABP News/ABP Majha)
Anupam Hazra : 'বাংলার মানুষের মন পড়তে পারাটা খুব দরকার' DYFI ব্রিগেডের ছবি দিয়ে পোস্ট অনুপম হাজরার
Anupam Hazra Posts On DYFI Brigade : এবার অনুপমের পোস্টে ডিওয়াইএফআই এর ব্রিগেডে জনসমুদ্রের ছবি। সঙ্গে লিখলেন ...
কলকাতা : বছরশেষে শাহ-নাড্ডার বঙ্গ সফরের মধ্যেই পদ্মে পদ-হারা হয়েছিলেন অনুপম হাজরা। তার আগে থেকেই রাজ্য বিজেপির একাংশের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছিলেন তিনি। আর সেই সময়ই জল্পনায় উঠে আসে একটি প্রশ্ন, তাহলে কি তৃণমূলে যোগ দেবেন বিজেপির নেতা ? পদ-হারা হওয়ার পর তো সেই জল্পনা বাড়ে। এবার কোন পথে যাবেন তিনি। দলবদলের কথা না বললেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ধোঁয়াশা রেখেছেন তিনি। এবার অনুপমের পোস্টে ডিওয়াইএফআই ( DYFI Brigade) এর ব্রিগেডে জনসমুদ্রের ছবি।
অনুপমের পোস্ট
সোমবার তিনি একটি পোস্টে লিখলেন, ' না ক্ষমতায় কেন্দ্রে, না ক্ষমতায় রাজ্যে....শেষ কবে ক্ষমতায় ছিলো, তাও হয়তো অনেকে ভুলে গেছে...। ...না ছিলো প্রধানমন্ত্রীর ছবি না ছিলো মুখ্যমন্ত্রীর ছবি, তবুও দেখি প্রচারের চাকচিক্য, তাম-ঝাম ছাড়াই - লোকসভা নির্বাচনের মাত্র দু মাস আগে ব্রিগেড "লালে লাল।'
কেন এমন পোস্ট ? স্বাভাবিক ভাবেই বাড়িয়েছে জল্পনা। সেই সঙ্গে অনুপমের মন্তব্য, বাংলার মানুষের মন পড়তে পারাটাও জরুরি। বাঙালি মন, বাঙালি সংস্কৃতি কখন যে কাকে চায়, বলা মুশকিল ! এভাবে কি রাজ্য বিজেপির উপরতলার নেতাদেরই খোঁচা দিলেন অনুপম ?
নতুন জল্পনা
যদিও এই পোস্ট থেকে যে তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি হতে পারে, তা আশঙ্কা করেই অনুপম মজা করে লিখেছেন, 'আজকের পর থেকে নতুন ভবিষ্যৎবাণী হবে হয়তো - "ড: অনুপম হাজরা আর কয়েক দিনের মধ্যেই সিপিএম জয়েন করতে চলেছেন'
বেশ কিছুদিন ধরেই বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে লাগাতার গোলাবর্ষণ করছিলেন অনুপম। বিশ্বভারতীর ফলক বিতর্কে প্রতিবাদ জানাতে গিয়ে, শান্তিনিকেতনে তৃণমূলের মঞ্চের সামনে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্যও দিয়েছিলেন তিনি। যা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল, তাহলে কি বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফিরতে পারেন অনুপম হাজরা? এবার নতুন জল্পনার রসদ দিলেন অনুপম নিজেই।
আরও পড়ুন :
ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দিয়ে ঘুরিয়ে সরকারের ব্য়র্থতার দিকেই আঙুল তুললেন অভিষেক? প্রশ্ন বিরোধীদের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y