Suvendu Adhikari: 'তৃণমূলের ওয়াশিং মেশিনে সাফ হয়ে যাবেন তন্ময়', কটাক্ষ শুভেন্দুর, পাল্টা জবাব দিল তৃণমূল-CPM
Tanmoy Bhattacharya: তন্ময়ের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু।
জয়ন্ত পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ। সেই নিয়ে শোরগোলের মধ্যে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তন্ময় এবার তৃণমূলে ঝান্ডা ধরতে পারেন বলে দাবি করেছেন শুভেন্দু। যদিও তাঁর এই দাবি উড়িয়ে দিয়েছেন তন্ময় খোদ। দু'পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে সেই নিয়ে। (Suvendu Adhikari)
সাক্ষাৎকার নিতে যাওয়া এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সিপিএম নেতা তন্ময়ের বিরুদ্ধে। সেই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। জামিন অযোগ্য় ধারায় দায়ের হয়েছে মামলাও। সোমবার থানায় হাজিরাও দেন প্রাক্তন বিধায়ক। আর সেই নিয়ে যখন তোলপাড় চলছে, তন্ময়ের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু। এর আগে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের প্রসঙ্গও টেনে এনেছেন বিরোধী দলনেতা। (Tanmoy Bhattacharya)
অন্য দল থেকে নেতা ভাঙানো নিয়ে এযাবৎ বিজেপি-কে 'ওয়াশিং মেশিন' বলে কটাক্ষ করে এসেছে বিরোধীরা। তন্ময়ের ঘটনার প্রসঙ্গে তৃণমূলকে 'ওয়াশিং মেশিন' বলেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "তৃণমূলের অনেক উন্নত মানের ওয়াশিংমেশিন, তাতে তন্ময় ভট্টাচার্য পরিষ্কার হবেন এবং তৃণমূলের ঝান্ডা ধরবেন।" ঋতব্রতর প্রসঙ্গ টেনে বলে, "স্পর্শকাতর বিষয়। রাজ্য সরকার গুরুত্ব দিয়ে তদন্ত করবে তো? ব্ল্যাকমেলিংয়ের রাজনীতিও আছে। এর আগে, সিপিএম-এর রাজ্যসভার সাংসদ ঋতব্রত, যিনি এখন তৃণমূলের শ্রমিক শাখার রাজ্য সভাপতি। হয়ত তন্ময়বাবুকেও চায়! কারণ বরাহনগরে সজল ঘোষ যে লড়াই করেছেন, তা তৃণমূলের জন্য চাপের। মাত্র ৮ হাজারের ব্যবধান। তন্ময় ভোট কেটেই তৃণমূলকে জিতিয়েছেন। তাই তৃণমূল প্রথমে বাজার গরম করবে, তার পর আউট অফ সাইট, আউট অফ মাইন্ড হবে। তার পর দেখা যাবে, তৃণমূলের উন্নত ওয়াশিং মেশিন, যেটা ভাইপো আমেরিকা বা দুবাই থেকে হয়ত নিয়ে রেখেছেন, তাতে তন্ময় পরিষ্কার হয়ে তৃণমূলের ঝান্ডা ধরবেন।"
শুভেন্দুকে এ নিয়ে পাল্টা কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, "বিজেপি ওয়াশিং মেশিনের কথা বলবে! তৃণমূল বা অন্য দল থেকে যাঁরা বিজেপি-তে গেলেন, অনেকের অনেক তদন্ত, সর্বভারতীয় ক্ষেত্রে যাঁরা বিতর্কে জড়িত তাঁরা বিজেপি-তে গিয়েছেন। তাহলে বিজেপিটা কী? যাঁরা এই ধরনের কটাক্ষ করতে যাবেন, আমার একটাই অনুরোধ, আয়নায় শুধু নিজের মুখটা দেখে নেবেন। তার চেয়ে বেশি উপলব্ধি আর কিছু হতে পারে না। "
এ নিয়ে শুভেন্দুকে কড়া জবাব দিয়েছে সিপিএম। দলের নেতা শমীক লাহিড়ি বলেন, "শুভেন্দু অধিকারী কোন ওয়াশিং মেশিনে ঢুকে বিজেপি হলেন? এক সময় তো তৃণমূলে ছিলেন! দু'টো দলের কাছেই ওয়াশিং মেশিন রয়েছে। তৃণমূলেরও আছে, বিজেপি-রও আছে।" শুভেন্দুর কটাক্ষের জবাব দিয়েছেন তন্ময় নিজেও। তাঁর কথায়, "আমি আজন্ম বামপন্থী ছিলাম, আছি এবং থাকব। এই ঘটনার জন্য দল যদি আমাকে দোষী বলে, তাহলেও আমি বামপন্থী থাকব, আর নির্দোষ বললেও সিপিএম-ই থাকব। শেষ পর্যন্ত যদি সিপিএম-এ আমার থাকা না হয়, তা হলেও বামপন্থী হয়ে থাকব।" সব মিলিয়ে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।