Suvendu Adhikari: 'কলেজে কলেজে মনোজিৎ মডেল..', 'ভাইপো গ্যাংয়ের' গ্যালারি প্রকাশ শুভেন্দুর ! কাদের ছবি সামনে আনলেন বিরোধী দলনেতা ?
Suvendu Published Bhaipo Gang Gallery: ভাইপো গ্যাং এর ৫০ জনের ছবি প্রকাশ্যে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা, কী বার্তা শুভেন্দুর ?

কলকাতা: কসবাকাণ্ড প্রসঙ্গ গত রবিবার শুভেন্দু বলেছিলেন, 'কলেজে কলেজে মনোজিতরা আছে। এরা ভাইপো গ্যাং।' এবং তিনি সেই ভাইপো গ্যাং এর ছবি প্রকাশ্যে আনবেন। কথা মতোই কাজ। আজ মঙ্গলবার ভাইপো গ্যাং এর ৫০ জনের ছবি প্রকাশ্যে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, 'জল্পনায় বিশ্বাস করি না, একুশে যেটা বেঁচে গেছে, ২৬-এ সাফ..', শমীক-সাক্ষাৎ শেষে বড় বার্তা দিলীপের
কসবা ল কলেজ থেকে শুরু করে বালিগঞ্জ ITI..হাওড়ার নরসিংহ দত্ত কলেজ থেকে সোনারপুর মহাবিদ্যালয়...দিকে দিকে কলেজ থেকে যে ভয়ঙ্কর ছবি ও অভিযোগ উঠে আসছে তা ঘিরে তৃণমূলের অস্বস্তি বাড়ছে! বিরোধীদের সুর চড়ছে! এই প্রেক্ষাপটে ৫০ জনের ছবি ও নাম প্রকাশ করে ভাইপো গ্য়াং আখ্য়া দিলেন শুভেন্দু অধিকারী। তীব্র আক্রমণ করলেন তৃণমূলকে!এদিন শুভেন্দু হাতে ছবি ধরে সাংবাদিকদের দেখিয়ে বলেন, ভাইপো গ্যাং। মাত্র ৫০ জন আছে। আমরা চাইলে আরও সাড়ে ৯০০ দিতে পারি।' উল্লেখ্য, গ্যালারির একদম উপরে TMCP-র নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। যেখানে TMCP এর অর্থ তৃণমূল ছাত্র পরিষদ নয় বলে তাঁরা দাবি জনিয়ে, লেখার পাশে লাল রঙের কাঁটা চিহ্ন বসিয়েছেন। TMCP-র নতুন অর্থ দিয়েছেন, TRINAMOOL MALFEASANCE @ COLLEGE PREMISES.
ভাইপো গ্যাং মূলত কী ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এরা কলেজকে কন্ট্রোল করে। গভার্নিং বডিকে কন্ট্রোল করে। কলেজে যে Devolopment Work হয়, টেন্ডারকে কন্ট্রোল করে। চুন-বালি-রড, কোথা থেকে আসবে, সেটা কন্ট্রোল করে। কলেজে ভর্তি কন্ট্রোল করে। ভর্তি থেকে টাকা তোলে। কলেজে ভোট না হলেও, স্টুডেন্টস ইউনিয়নের যে ফান্ড ওঠে, সেই ফান্ডটা এরা কন্ট্রোল করে। সোশ্যাল কালচারাল প্রোগামে, সিঙ্গারা থাকবে না গজা থাকবে, ওরা ঠিক করে। আর ছাত্র সংসদের কার্যালয়গুলিও খোলা থাকে রাত্রি অবধি। শনি-রবি ছুটির দিনও খোলা থাকে। এবং সেখানে মদ, গাঁজা খাওয়া হয়। এবং কোনও বোনকে নিজের ইচ্ছেয় যা যা করার সব করে।...ভাইপো গ্যাং কেন নাম দিয়েছেন ? প্রশ্নের উত্তরে বলেন, এরা সম্পূর্ণভাবে সুরক্ষিত। এদের অনেকের সিকিউরিটি আছে।
এর কদিন আগেই বেনারস হিন্দু ইউনিভার্সিটি চত্বরে আইআইটি-র ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিল তৃণমূল! কসবা গণধর্ষণকাণ্ডের আবহেই গড়িয়াহাট আইটিআই হাওড়ার কলেজ কিংবা সোনারপুরের কলেজ থেকে নতুন-পুরনো বিভিন্ন ছবি ও নানা ধরণের যে অভিযোগ উঠে আসছে, তা ঘিরে তোলপাড় চলছে! কোথাও কলেজের ইউনিয়ন রুমে মেয়েকে দিয়ে মাথা টেপানোর ছবি ভাইরাল হচ্ছে! তো কোথাও আবার প্রাক্তন টিমএসিপি নেতার কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে কলেজে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা!শুভেন্দু অধিকারীর কথায়, 'বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতীক দে তো? মাথা টেপাচ্ছে। কিছু না সমস্ত কুখ্যাত অপরাধী। '






















