Suvendu Adhikari: 'TMC নেতা আক্রান্ত হলে পুলিশ ব্যবস্থা নেয়, কিন্তু অভিযুক্ত যদি শাসক হয় ..' !
Suvendu On Bengal Police On TMC leader Murder Case: একের পর এক তৃণমূল নেতা খুন ! দুষ্কৃতীরা কি এখন আর পুলিশকে ভয় পাচ্ছে না? শুভেন্দুর নিশানায় পুলিশ প্রশাসন, কী বললেন বিরোধী দলনেতা ?
অমিতাভ রথ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: দোসরা জানুয়ারি খুন হয়েছিলেন মালদার জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। তার ১২ দিনের মাথায় ফের গুলি চলল মালদায়। খুন হলেন তৃণমূলকর্মী। গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ফের বড়সড় প্রশ্নের মুখে পড়ল পুলিশের ভূমিকা। কীভাবে এত বেপরোয়া হচ্ছে দুষ্কৃতীরা? পুলিশ-প্রশাসনে ভয় কি চলে যাচ্ছে? পুলিশের রাজনৈতিক পক্ষপাতিত্বের জন্য়ই কি তারা দুষ্কৃতী দমন করতে পারছে না? প্রশ্ন তুলছেন বিরোধীরা।
নতুন বছরের শুরুতে খুন মালদার জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। ঠিক ১২ দিনের মাথায় সেই মালদাতেই খুন তৃণমূলকর্মী। জখম তৃণমূলের অঞ্চল সভাপতি। আর ফের উঠল সেই প্রশ্ন, পুলিশ কী করছে? দুর্বত্তদের এত সাহস কে যোগাচ্ছে? পুলিশ নিরপেক্ষতা হারিয়ে ফেলে রাজনীতিরই অংশ হয়ে উঠেছে বলেই কি দুষ্কৃতীরা এখন আর পুলিশকে ভয় পাচ্ছে না? তোপ দাগতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তৃণমূলের নেতা-কর্মী আক্রান্ত হলে তবুও পুলিশ ব্য়বস্থা নেয়, কিন্তু অভিযুক্ত যদি শাসক হয় তাহলে আর চিন্তার কিছু নেই, সবার মধ্য়ে কি এখন এই ধারণাই তৈরি হয়ে গেছে? তুলেছেন প্রশ্ন ।
বিধাননগরে প্রোমোটারকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলকে যখন পুলিশ একমাস পেরিয়ে গেলেও ধরতে পারে না। কিন্তু বিজেপির মহিলা কর্মী রথিবালা আড়িকে খুনের ঘটনায় দুষকৃতীদের গ্রেফতারের আগেই দোকানে দোকানে আগুন লাগানোর ঘটনায় বিজেপিরই দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ....। এই ধরণের একের পর এক ঘটনায় কি পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না? পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে যখন পুলিশ অফিসারের দিকেই আঙুল ওঠে, তখন কি পুলিশের উর্দির মান অটুট থাকে?
আরও পড়ুন, বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু, কী জানা গেল পোস্টমর্টেম রিপোর্টে ?
প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা বলেছেন, পুলিশের একাংশ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে ঠিকই। কিন্তু তাঁদের যখন কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হয় কিংবা কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়, তখন এই প্রশ্নও ওঠে, আদৌ কি শাসক চায় পুলিশ সততার সঙ্গে কাজ করুক? তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, প্রভাবশালীদের বাঁচাতে অতি-সক্রিয়তা, নাগরিকের বিপন্নতায় নিষ্ক্রিয়তা— পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। পুলিশি ব্যবস্থাকে রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে বিভিন্ন সময়, বিভিন্ন কমিটি, সংস্কারের সুপারিশ করেছে। কিন্তু, দুর্ভাগ্য়ের বিষয় হল, তার অধিকাংশই উপেক্ষা করেছে সংসদ, এবং বিভিন্ন দলের সরকার।