Suvendu Adhikari: দক্ষিণ ২৪ পরগনায় TMC-র বিক্ষোভের মুখে শুভেন্দু, এবার পুলিশে অভিযোগ দায়ের বিরোধী দলনেতার
Suvendu Adhikari Attacks TMC: দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের বিক্ষোভের ঘটনায়, এবার রায়দিঘি ও মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু, কী বললেন বিরোধী দলনেতা ?

দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু, পুলিশে অভিযোগ দায়ের । রায়দিঘি ও মথুরাপুর থানায় অভিযোগ দায়ের বিরোধী দলনেতার। সুন্দরবন পুলিশ জেলার SP-কেও অভিযোগ দায়ের বিরোধী দলনেতার।
আরও পড়ুন, মানিকতলায় 'চাঁদার জুলুম', প্রতিমা সাজ শিল্পীকে 'বেধড়ক মার', মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ !
তিনি বলেছেন, 'গতকাল কালীপুজোর উৎসবে যোগ দিতে যাওয়ার সময় দুষ্কৃতীরা আমাকে আক্রমণ করেছে। সফরের বিস্তারিত সূচি আগেই সুন্দরবনের SP-কে জানানো হয়েছিল। দুষ্কৃতী জমায়েতে সাহায্য় করেছে পুলিশ। গতকালের ঘটনা আকস্মিক নয়, তৃণমূলের ষড়যন্ত্র। অনুপ্রবেশকারীদের উস্কানি দিয়ে বিরোধীদের দলের ওপর হামলা চালানো হচ্ছে', সোশাল সাইটে পোস্ট শুভেন্দু অধিকারীর।
গতকাল শুভেন্দু বলেছিলেন, আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে। গাড়ির সামনে দাঁড়িয়ে...আমার গাড়িতে এসে ধাক্কা মারছে।আজকে আমি ধর্ম পালন করতে এসেছি। আমি আজকে বিজেপি করতে আসিনি। হিন্দুধর্ম পালন করতে আসছি। মায়ের দর্শন করতে এসেছি, বাধা দিচ্ছে কারা ? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন, আজকে ভারতবর্ষ হিন্দুস্থান, আজকে যদি আমার মতো, আমার সঙ্গে ২০ জন সিকিউরিটি থাকে, আমি বিরোধী দলনেতা। আমি চলে যাব। পুলিশ চলে যাবে। আপনারা কোথায় আছেন আজকে ? ' উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন, মহেশতলায় গিয়েও বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতি নিয়ে মহেশতলায় যান বিরোধী দলনেতা। সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।
প্রসঙ্গত,এক বিজেপি সাংসদ আক্রান্ত হয়েছিলেন ত্রাণ দিতে গিয়ে। এদিকে গত ১৮ তারিখ সুখিয়া পোখরির কাছে মাসধুরায় আরেক বিজেপি সাংসদের গাড়িতে ওঠে হামলার অভিযোগ। অভিযোগ, বিজেপি সাংসদ রাজু বিস্তের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। সূত্রের খবর, দুর্গত রিম্বিক, লোধামা পরিদর্শন করে দার্জিলিং ফিরছিলেন বিজেপি সাংসদ। সেই সময় এই ঘটনা ঘটে। ভেঙে যায় গাড়ির উইন্ড স্ক্রিন। শনিবারের এই ঘটনার পর বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী এক্স হ্য়ান্ডলে লিখেছিলেন, আমার সতীর্থ এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর ভয়াবহ হামলার পর এবার এই ঘটনা। গুরুতর আঘাত দেওয়ার উদ্দেশে তৃণমূলের গুন্ডাদের এই হামলা বুঝিয়ে দিচ্ছে, তারা কতটা ভীত এবং মরিয়া। রবিবার, দলীয় সাংসদের উপর আক্রমণের অভিযোগের প্রতিবাদে শিলিগুড়ি NGP থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।






















