Suvendu on Egra Blast : এগরা বিস্ফোরণকাণ্ডে পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি, NIA-র দাবিতে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু
Suvendu Adhikari : আজই এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার সিমলাপালে সভা করতে যাওয়ার পথে এগরা যাবেন বলে ট্যুইটে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা
এগরা : এগরা বিস্ফোরণকাণ্ডে পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী দলনেতার। এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে যাচ্ছি বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর পাশাপাশি ঘটনায় পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পুলিশ সুপারকেও নিশানা করেন তিনি। বলেন, "এই এসপি অমর নাথ গত দুই বছর ধরে শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের লোককে ডিস্টার্ব করেছেন। ওঁর কাজ হচ্ছে এখানে টাকা তোলা। দু'হাতে টাকা তোলেন। দুই বছরে আমার পাশাপাশি থাকা ২০ জন আত্মীয়-স্বজন-কর্মচারীকে ডেকে জেল খাটিয়েছেন। জিজ্ঞাসাবাদ করেছেন। একটাই প্রশ্ন, ৭ হাজার কোটি টাকা শুভেন্দু অধিকারীর আছে। কোথায় আছে ?"
পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণ অন্তত ৯ জনের মৃত্য়ু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশের দাবি, অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের জেরেই মৃত্য়ু হয়েছে। কিন্তু, স্থানীয়দের একাংশ থেকে বিরোধী সকলেরই দাবি, বাজি কারখানার আড়ালে বোমা বাধা হচ্ছিল। স্থানীয়রা জানান, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। এই বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে।
মুখ্যমন্ত্রী বলেছেন, যিনি বাজির কারখানা চালাচ্ছিলেন, তাঁকে গত বছরের অক্টোবর মাসেও পুলিশ গ্রেফতার করেছিল। পুলিশ সুপারও বলছেন, ওখানে দু-তিন সপ্তাহ আগে রেড করা হয়েছে। তারপরও প্রকাশ্যে এই অবৈধ কারবার কীভাবে চলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, পুলিশ নাকি সবই জানত। এদিকে, আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
এই পরিস্থিতিতে আজ এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার সিমলাপালে সভা করতে যাওয়ার পথে এগরা যাবেন বলে ট্যুইটে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিকে এগরার ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। মৃতদেহ লোপাটের অভিযোগ তুলে টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, '' পূর্ব মেদিনীপুরের এগরার সাহারা এলাকায় 'আঞ্চলিক তোলা মূল পার্টি'র নেতা কৃষ্ণপদ বাগের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আমার কাছে তথ্য আছে মৃতের সংখ্যা অনেক বেশি। বেআইনিভাবে মমতা পুলিশ মৃতদেহ সরিয়ে দিয়েছে। দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। প্রমাণ লোপাটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালের হস্তক্ষেপে এনআইএ তদন্তের আবেদন জানাচ্ছি। বারুদের স্তূপের ওপরে রয়েছে বাংলা। ভগবান বাংলাকে বাঁচান।''
বিরোধীরা যখন একযোগে এনআইএ তদন্তে দাবি করছে, তখন, প্রথমবার এনআইএ তদন্তে আপত্তি নেই বলে জানান মুখ্যমন্ত্রীও।
আরও পড়ুন ; এগরায় বিস্ফোরণের ঘটনায় FIR পুলিশের, আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম