Locket Chatterjee : 'শুধু সন্ত্রাস বললেই হবে না, স্বীকার করতে হবে নিজেদের দুর্বলতা' বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়
Locket Chatterjee on CPIM : পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়, দেখতে হবে কীভাবে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে আসছে।
দীপক ঘোষ, কলকাতা : শুধু সন্ত্রাস সন্ত্রাস বললেই হবে না, স্বীকার করতে হবে নিজেদের দুর্বলতাকে। যোগ্যতা নয়, গুরুত্ব পাচ্ছে কোটা। চিন্তন বৈঠকে বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সূত্রের খবর, শনিবার দলের চিন্তন বৈঠকে সংগঠন সংক্রান্ত আলোচনায় এমনই মন্তব্য করেন হুগলির বিজেপি (BJP) সাংসদ। সাংসদ-বিধায়কদের বিচ্ছিন্ন করার অভিযোগও তোলেন তিনি।
পুরভোটে (Municipal Election 2022) খারাপ ফলাফল নিয়ে শনিবার চিন্তন বৈঠকে বসেছিল বিজেপি। সূত্রের খবর, বৈঠকে দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), পশ্চিমবঙ্গের পর্য়বেক্ষক অমিত মালব্য (Amit Malviya), রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের (Sukanta Majumdar) সামনেই দলের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গ তুলে ধরেন লকেট। সূত্রের খবর, এই প্রসঙ্গে বলতে গিয়েই কার্যত বিদ্রোহীদের সুরে রাজ্য বিজেপির কমিটি গঠন নিয়েও প্রশ্ন তোলেন হুগলির সাংসদ। অভিযোগ করেন, কমিটিতে যোগ্যতা নয়। গুরুত্ব পেয়েছে কোটা। লকেট আরও বলেন, পুরনো নেতাদের একেবারে সরিয়ে দেওয়াটাও ঠিক হয়নি।
পরে লকেট চট্টোপাধ্যায় বলেন, 'আমাদের ত্রুটি বিচ্যুতি দূর করে সবাইকে একসঙ্গে চলতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, আমরা মনে করছি, ২৪-এ, ২৬-এ আমরা সফল হব'। পাশাপাশি বলেন, দেখতে হবে কীভাবে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে আসছে। প্রসঙ্গত, কলকাতা-সহ ৫ কর্পোরেশন নির্বাচনের পরে রাজ্যের ১০৮-টি পুরসভার ভোটেও বিশেষ দাগ কাটতে পারেনি বিজেপি। ১০৮টি পুরসভায় প্রাপ্ত ভোটের নিরিখে, তৃণমূলের পরই দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। তারা পেয়েছে ১৪ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপির ঝুলিতে ১৩ শতাংশ ভোট। বামেরা তাহেরপুর পুরসভা দখল করতে পারলেও, বিজেপির ভাঁড়ার শূন্য।
এদিকে চিন্তন বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আমাদের বিরোধীরা একসময় বলতেন আমাদের সঙ্গে নাকি তৃণমূলের গট-আপ আছে। সিপিএমের বন্ধুরা বলতেন তৃণমূলের সঙ্গে আমরা নাকি সমঝোতা করেছি। আর আজ আমরা দেখতে পাচ্ছি ছাপ্পা ভোট মারতে গেলে আটটা তৃণমূলকে দিলে দুটো সিপিএমকে ছাপ্পা দেওয়া হচ্ছে। এখন ফিস-ফ্রাই জোট তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরে এখন নতুন স্লোগান তৈরি হয়েছে। তৃণমূলের নতুন ডাক, কাস্তে-হাতুড়ি বেঁচে থাক।'