Agnimitra Paul Update: পথকুকুরের গায়ে জড়ানো তৃণমূলের পতাকা, খুলে টালির চালে তুলে দিলেন অগ্নিমিত্রা
Agnimitra Paul Update: শনিবার প্রচার চলাকালীন অগ্নিমিত্রার সামনে একটি পথকুকুর চলে আসে। তার গায়ে তৃণমূলের পতাকা জড়ানো থাকতে দেখেন বিজেপি নেত্রী।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: পথকুকুরের গায়ে জড়ানো তৃণমূলের পাতাকা (TMC Flag)। দেখতে পেয়ে খুলে দিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। নিজেহাতে জোড়াফুল পতাকা তুলে রাখলেন পাশের টালির চালে। তৃণমূলের (TMC) পতাকাকে অসম্মান করতে চান না বলেই টালির চালে তুলে রাখেন বলে জানান আসানসোল দক্ষিণের (Asansol Dakshin) বিজেপি (BJP) বিধায়ক। যদিও গোটাটাই প্রচারের আলোয় থাকার চেষ্টা বলে দাবি তৃণমূলের।
সামনে আসানসোল পুরসভার নির্বাচন (Asansol Municipal Corporation Polls)। তার আগে, শনিবার দলের প্রার্থী (WB Municipal Polls 2022) রাগিনীলতা সিংহের হয়ে প্রচারে নেমেছিলেন অগ্নিমিত্রা। সেই সময় আসানসোলের ৫৬ নম্বর ওয়ার্ডের রাধানগর রোডের তালপুকুর এলাকায় সংবাদমাধ্যমের ক্যামেরায় কুকুরের (Stray Dogs) গা থেকে অগ্নিমিত্রার পতাকা খুলে নেওয়ার দৃশ্য ধরা পড়ল। তবে এ নিয়ে বিতর্ক এড়িয়ে যাওয়ারই চেষ্টা করতে দেখা যায় অগ্নিমিত্রাকে। তৃণমূলের পতাকার অসম্মান করার কোনও অভিসন্ধি নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।
শনিবার প্রচার চলাকালীন অগ্নিমিত্রার সামনে একটি পথকুকুর চলে আসে। তার গায়ে তৃণমূলের পতাকা জড়ানো থাকতে দেখেন বিজেপি নেত্রী। পথকুকুরটিকে কাছে টেনে প্রথমে আদর করেন অগ্নিমিত্রা। তার পর তার গায়ে জড়ানো জোড়াফুল পতাকাটি খুলে নেন। যে রাস্তা দিয়ে এগোচ্ছিলেন অগ্নিমিত্রা, তার পাশেই সারি সারি বাড়ি ছিল। তার মধ্যে একটি বাড়ির চালির চালে তৃণমূলের পতাকাটি রেখে দেন তিনি।
এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে এবিপি আনন্দকে অগ্নিমিত্রা বলেন, ‘‘তৃণমূল বিজেপি-কে সম্মান না-ই দিতে পারে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে তৃণমূলকে সম্মান দেখাবে বিজেপি।’’ যদিও এই গোটা পর্ব নিয়ে অগ্নিমিত্রাকে বিঁধেছেন তৃণমূলের শিক্ষক নেতা অশোক রুদ্র। তাঁর কতায়, ‘‘কোনও ইস্যু না পেয়ে, প্রচারে আলোয় থাকতেই এমন কাজ করছে বিজেপি।’’