Purba Medinipur:'পঞ্চায়েত ভোটে হামলা করতে এলে, পা-হাত-কোমর ভাঙবেন', তৃণমূলকর্মীদের হুঁশিয়ারি খেজুরির বিজেপি বিধায়কের
BJP MLA Threatens: তৃণমূলকর্মীদের হাত-পা-কোমর ভাঙার দাওয়াই বিজেপি বিধায়কের। 'পঞ্চায়েত ভোটে হামলা করতে এলে, পা-হাত-কোমর ভাঙবেন', সহ্যের সীমা ছাড়িয়েছে বলে হুঁশিয়ারি খেজুরির বিজেপি বিধায়কের।
পূর্ব মেদিনীপুর: তৃণমূলকর্মীদের হাত-পা-কোমর ভাঙার দাওয়াই বিজেপি বিধায়কের। 'পঞ্চায়েত ভোটে হামলা করতে এলে, পা-হাত-কোমর ভাঙবেন', সহ্যের সীমা ছাড়িয়েছে বলে হুঁশিয়ারি খেজুরির বিজেপি বিধায়কের। মঞ্চে শুভেন্দু অধিকারী আসার আগে তৃণমূলকে হুমকি খেজুরির বিজেপি বিধায়কের।
কী বলেছেন বিধায়ক?
'ওরা যদি এই পঞ্চায়েত ভোটে পুলিশ দিয়ে আঘাত করতে আসে, আপনারা আঘাতের মতো আঘাত করবেন। পা, হাত, কোমর, তিনটে একসঙ্গে ভাঙবেন। ...আমরা প্রস্তুত', বললেন খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক। একুশের বিধানসভা ভোটের প্রসঙ্গও টানেন শান্তনু। বলেন, 'আমাদের এখানকার মানুষ পরিচয় দিয়েছেন, তাঁদের বিজেপির সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। তাই পঞ্চায়েতে আমাদের কোনও ভয় নেই।'
প্রতিক্রিয়া তৃণমূলের?
তৃণমূলের তরফে দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'বিজেপি দলটাই অসামাজিক, সন্ত্রাসবাদী দলে পরিণত হয়েছে। রামনবমী উপলক্ষ্যে তারা রাস্তায় রাস্তায় অশান্তি করেছে। এক নেতা বনগাঁয় কয়েকদিন আগেই বললেন, যাঁরা বুথে হেঁটে আসবেন, তাঁদের খাটিয়ায় ফেরত পাঠাবো। আর আজ আর এক জন বিধায়ক বলছেন, হাত-পা-কোমর ভেঙে দেওয়া হবে।' বিজেপিকে আক্রমণ করতে গিয়ে পুরনো অনুষঙ্গও টেনে আনেন রাজ্য সহ সভাপতি। বলেন, 'এক জন বলেছিলেন, সিআরপিএফ-কে বলব, পায়ে নয়, বুকে গুলি করতে। সেই সময়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, শীতলকুচি একটা কেন, দশটা হলে ভাল হয়।' তৃণমূল নেতার অবস্থান একটাই। বিজেপি এখন অসামাজিক, সন্ত্রাসবাদী দলে পরিণত হয়েছে। বিচ্ছিন্নতাবাদী, মাওবাদীদের সঙ্গেও গেরুয়া শিবিরের তুলনা টানেন জয়প্রকাশ। অভিযোগ, 'এরা গণতন্ত্র হত্যা করতে চাইছে।'
কী বললেন শুভেন্দু?
খেজুরিতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করেন শুভেন্দু অধিকারী। সোমবার ঠাকুরনগরে কে এসেছিল? মমতাকে আক্রমণে শুভেন্দুর । কয়লা চোর, গরু চোর বলে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু অধিকারী । 'যেনতেন প্রকারেণ ভাইপোকে প্রতিষ্টা করতে হবে, এটাই মমতার লক্ষ্য'। 'তুষ্টিকরণ করে কীভাবে ভোটব্যাঙ্ক ঠিক রাখা যায়, সেটাই মমতার লক্ষ্য'। 'সাগরদিঘিতে সংখ্যালঘু ভোটে ধাক্কার জেরে হামলা চালিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী ছিল, হনুমান জয়ন্তীতে একটাও ঘটনা ঘটেনি। বাংলা থেকে এই মুখ্যমন্ত্রীকে সরাতেই হবে' হুঙ্কার দেন শুভেন্দু। 'আমাকে গদ্দার বলছেন, গদ্দার তো মমতা, রাজীব গাঁধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন. ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বড় গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়'. চাকরি নিয়ে বড় বড় কথা, একটা প্রমাণ দিন, হাজরা মোড়ে দাঁড়িয়ে ক্ষমা চাইব', নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার তৃণমূলের অভিযোগকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর ।
আরও পড়ুন:শান্তিমিছিলে ধুন্ধুমার, মিছিল আটকাতেই বামকর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ