CPM: শান্তিমিছিলে ধুন্ধুমার, মিছিল আটকাতেই বামকর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ
রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় দুই তরফের। মহম্মদ সেলিমের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। এদিন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে সালকিয়া মোড়।
সালকিয়া: রামনবমীর অশান্তির প্রতিবাদে শান্তিমিছিল বামেদের। বালিখাল থেকে মিছিল যায় সালকিয়া পর্যন্ত। মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারপার্সন বিমান বসু (Biman Bose)। সালকিয়া (Salkia) চৌরাস্তায় বামেদের মিছিল পৌঁছাতেই তা আটকায় পুলিশ। রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় দুই তরফের। মহম্মদ সেলিমের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। এদিন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে সালকিয়া মোড় (Salkia More)। ব্যারিকেট ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করতেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। ব়্যাফ নামানো হয় এলাকায়। সবমিলিয়ে পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় এদিন।
তুলকালাম হাওড়ার সালকিয়ায়: বামেদের (CPM) শান্তি মিছিল ঘিরে তুলকালাম হাওড়ার (Howrah) সালকিয়ায় (Salkia)। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাম নেতা-কর্মীদের। ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গেলেন মহম্মদ সেলিম। বামেদের গাড়ির কাচ ভাঙছে পুলিশ। ধরা পড়ল এমন ছবি ছবিও। বালিখাল থেকে সালকিয়া পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বামেরা। পুলিশ সালকিয়া চৌরাস্তায় মিছিল আটকালে ধুন্ধুমার বাধে।
পুলিশ মাঝপথেই আটকে দেয় মিছিল! উর্দিধারী পুলিশ কর্মী লাঠি দিয়ে সিপিএমের (CPM) কর্মসূচির গাড়ির কাচ ভাঙছে। সোমবার বামেদের শান্তি মিছিলে ধরা পড়ল এই আজব ছবি। রামনবমীর দিন অশান্তির প্রতিবাদে এদিন হাওড়ার বালি খাল থেকে সালকিয়া পর্যন্ত শান্তি মিছিল বার করে বামেরা। কিন্তু, পুলিশ মাঝপথেই আটকে দেয় মিছিল! উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাম নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায়।
রাস্তায় বসে পড়েন বিমান বসু: ব্য়ারিকেড ভাঙে বাম কর্মীরা। পাল্টা বলপূর্বক তাঁদের হঠানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে রাস্তায় পড়ে যান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পুলিশ বামেদের গাড়ির কাচ ভাঙছে, ধরা পড়ল এমন আজব ছবিও। পরে মহম্মদ সেলিম বাম কর্মীদের নিয়ে সালকিয়া ব্রিজ অ্যান্ড রুফে গিয়ে অবস্থানে বসেন। যেখানে মিছিল আটকায় পুলিশ সেখানে রাস্তায় বসে পড়েন বিমান বসু।
আরও পড়ুন: Birbhum News:জমি অধিগ্রহণ ও উচ্ছেদ রুখতে রাজভবন অভিযানের ডাক দেউচা-পাচামির 'আদিবাসী অধিকার মহাসভা'-র
পথে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার্থীরা: অন্যদিকে চাকরির দাবিতে পথে নামলেন পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার্থীরা। আজ শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, পরীক্ষার পর, ৭ মাস কেটে গেলেও সাড়ে ১৭ হাজার পরীক্ষার্থীর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়নি। অভিযোগ, টালবাহানা করা চলেছে প্রশাসন। অবিলম্বে নিয়োগের দাবিতে তাই মহামিছিলের ডাক।