Mithun Chakraborty:ভোটার তালিকা সংশোধন হলে ৭০ আসনও পাবে না TMC, বলছেন মিঠুন চক্রবর্তী
BJP News: রাজ্যে বিধানসভা ভোটের আগে, অভিনেতা মিঠুন এবার সক্রিয় নেতার ভূমিকায়। ৪ দিনের রাজ্য সফরে এসে একের পর এক সাংগঠনিক বৈঠক।

কলকাতা: ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ অস্বীকার মিঠুন চক্রবর্তীর। উস্কানির অভিযোগ তুললেন তিনি। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন হলে তৃণমূল ৭০ আসনও পাবে না বলে হুঙ্কার দেন তিনি।
রাজ্যে বিধানসভা ভোটের আগে, অভিনেতা মিঠুন এবার সক্রিয় নেতার ভূমিকায়। ৪ দিনের রাজ্য সফরে এসে একের পর এক সাংগঠনিক বৈঠক। আর ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে তোলপাড়ের মাঝেই এবার এই নিয়ে মুখ খুললেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে শানালেন কড়া আক্রমণ। বিজেপি নেতা বলেন, "যারা বেছে বেছে এখানে এসেছেন, সেই বেছে বেছেদের ফেলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম। ওইজন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। ওরা জানেন, যে বেছে বেছে যারা এসেছেন, বেছে বেছে তুলে নিলে, এই সরকার ৭০ টা সিটও পাবে না।''
ভিনরাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগকে ইস্যু করে ভোটের আগে মাঠে নেমেছে তৃণমূল। ২১ জুলাইয়ের সমাবেশ থেকে এই নিয়ে আন্দোলনের রূপরেখাও তৈরি করে দিয়েছেন খোদ তৃণমূলনেত্রী। আর এই আবহেই, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার অভিযোগ উড়িয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, "একদম মিথ্যে কথা। সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে? সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে? কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি খামখা ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যস ভোটটা কোনওভাবে পার হলেই হল।''
এবার বিজেপির সাংগঠনিক কাজেও যে সক্রিয়ভাবে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভার মঞ্চ থেকেই সেই আভাস মিলেছিল। বৃহস্পতিবার থেকে ২৭ শে জুলাই পর্যন্ত ঠাসা কর্মসূচি রয়েছে মিঠুন চক্রবর্তীর। উত্তর কলকাতা, উত্তর কলকাতা শহরতলি, দক্ষিণ কলকাতা, যাদবপুর, এবং আরামবাগ। এই ৫ টি সাংগঠনিক জেলার নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এদিন সকালে শ্যামপুকুর ও জোড়াসাঁকো বিধানসভা নিয়ে গিরিশ পার্কের হরিয়ানা ভবনে বৈঠক করেন মিঠুন চক্রবর্তী। বিকেলে বৈঠক রয়েছে রাসবিহারী ও মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে। একইভাবে, শুক্রবার সকালে আরামবাগ ও তারকেশ্বর বিধানসভা, বিকেলে রাজারহাট গোপালপুর ও দমদম বিধানসভা, পরশু সকালে ব্যারাকপুর ও নোয়াপাড়া বিধানসভা, ওইদিনই বিকেলে মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি। এরপর রবিবার, ২৭শে জুলাই, রাজ্য নেতৃত্বকে এই সমস্ত বৈঠকের রিভিউ দেবেন তিনি। আর ৪ দিনের পরপর বৈঠকের প্রথম বৈঠকের পরই, নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন তিনি।





















