Suvendu On Mamata : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা শুভেন্দুর !
Suvendu Defamation Case On Mamata: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

কলকাতা: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কয়লার কালো টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগে মামলা দায়ের করেছেন তিনি। 'কয়লার কালো টাকা নিয়ে অভিযোগ, নোটিসের পরেও নীরব', ১০০ কোটি টাকা পেলে চ্যারিটির জন্য দান, বক্তব্য শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন, 'BJP এলে নাকি দাড়ি রাখা যাবে না বলে কুৎসা রটানো হচ্ছে' ! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
মূলত সম্প্রতি কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পরিস্থিতি। গতকাল সাত সকালে লাউডন স্ট্রিটে আই প্য়াক কর্ণধারের বাড়ি ও সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর অফিসে একযোগে অভিযান চালিয়েছিল ইডির তদন্তকারীরা। আর তল্লাশি চলাকালীন দুই জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও নিজেই নথি হাতে বেরিয়ে এসেছিলেন। কোথাও তার নিরাপত্তায় থাকা পুলিশ নথি নিয়ে এসে গাড়িতে তুলেছিলেন। ঠিক ২৪ ঘণ্টা পরেই তৃণমূল সুপ্রিমোর দাবি ছিল, 'কোনও অন্যায় করিনি, তুমি আমায় খুন করতে এসেছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মত কেন এসছো ? তুমি চুরি করে, সব মানুষের এসআইআর এর টাকা তুলে নিয়ে যাচ্ছিলে !'
মমতার বিস্ফোরক অভিযোগ ছিল, 'আমি আপনাদের বলি, আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা, কে খায় ? অমিত শাহ খায়, হোম মিনিস্টার ! কী করে খায় ? গদ্দারের মাধ্যমে টাকা যায়।..সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়। পুরীর জগন্নাথ নয়। বড় ডাকাত বিজেপির। জগন্নাথের মাধ্যমে টাকা যায়, শুভেন্দু অধিকারীর কাছে। আর শুভেন্দু অধিকারীর কাছে টাকা যায়, অমিত শাহর কাছে।' এই বক্তব্যের পরেই বিতর্ক মোড় নেয়।






















