JP Nadda: মোদি-শাহ-র পর এবার রাজ্যে জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিয়ে কলকাতায় কী কর্মসূচি ?
Nadda Bengal Visit: ৮ জানুয়ারি কলকাতায় ১টি কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে বলে খবর।

কলকাতা: প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ৮ জানুয়ারি কলকাতায় ১টি কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, ৮ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের আবেদন বিজেপি রাজ্য সভাপতির। চলতি বছরে পাঁচ-পাঁচ বার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, আগামী ৪ মাসে রাজ্য়ে ন্য়ূনতম ৮টা সভা করতে পারেন নরেন্দ্র মোদি। বছর শেষে রাজ্য় সফরে এসেছেন অমিত শাহ। বৈঠক করেছেন বুথকর্মীদের সঙ্গে। এবার কি পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা? সূত্রের খবর, ৮ জানুয়ারি, কলকাতায় একটি চিকিৎসা সংক্রান্ত আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রীকে। সূত্রের খবর, তখনই জেপি নাড্ডাকে রাজ্য় বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য়ও আবেদন জানিয়েছেন, রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন, ' SIR আতঙ্কে ' এবার মৃত্যু রাজ্যের এক তৃণমূল কর্মীর ? বিস্ফোরক অভিযোগ স্বরূপনগরে
২০২৬-এ বিজেপির প্রধান লক্ষ্য যে পশ্চিমবঙ্গ দখল, তা বিহার জয়ের দিনই বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।২০২৫-এ পাঁচ-পাঁচ বার তিনি পশ্চিমবঙ্গেও এসেছেন। বছর শেষে রাজ্য়ে এসে দলের নেতা ও বুথকর্মীদের সঙ্গে বৈঠক করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বিজেপি সূত্রে খবর, ভোটমুখী পশ্চিমবঙ্গে আগামী ৪ মাসে অন্তত ৮টা সভা করতে পারেন নরেন্দ্র মোদি। ১৮ জানুয়ারি মালদায় সভা করার জন্য়, প্রধানমন্ত্রীর দফতরে আবেদন জানানো হয়েছে। PMO-র তরফে সবুজ সঙ্কেত মিললেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। পাশাপাশি চলতি মাসে পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডারও। সূত্রের খবর, ৮ জানুয়ারি, কলকাতায় একটি চিকিৎসা সংক্রান্ত আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রীকে।
বৃহস্পতিবারই দিল্লি গিয়েছেন শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, এনিয়ে সরাসরি কথাও বলতে পারেন তিনি। এদিকে, বিজেপি সূত্রে খবর, ১৮ জানুয়ারি মালদায় সভা করার জন্য়, প্রধানমন্ত্রীর দফতরে আবেদন জানানো হয়েছে। পিএমও-র তরফে সবুজ সঙ্কেত মিললেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। মালদা উত্তর বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, 'প্রধানমন্ত্রীর এখনও আসার কথা আছে। আলোচনা হয়েছে। এখন আমরা ১৭-১৮ তারিখে এরকম একটা ঠিক হয়েছে। মালদাতে আসবেন। উনি আমাদের যে ৪টে সাংগঠনিক জেলা আছে বিশেষ করে আমাদের ৪টে জেলার ওখানে উনি একটা জনসভা করবেন।' ভোটের বছর চলে এল... এবার পাল্লা দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।






















