West Bengal BJP : সাংগঠনিক বৈঠকে নেই শুভেন্দু ! সুকান্তর মুখে বক্র-সুর? পাল্টা বিরোধী দলনেতার, কী হচ্ছে BJPর অন্দরে?
BJP News : বিজেপিতে সুকান্ত-শুভেন্দু 'দ্বৈরথ'?

দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্য় বিজেপিতে কি বাড়ছে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর দূরত্ব? মঙ্গলবার দলের বিশেষ সাংগঠনিক কর্মশালায় শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি ও তা নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যে বাড়ল জল্পনা। মঙ্গলবার সল্টলেকের এক হোটেলে বিশেষ সাংগঠনিক কর্মশালার আয়োজন করেছিল বিজেপি। জেলা ও রাজ্য নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। ছিলেন সুনীল বনসল এবং অমিত মালব্য। রাজ্য় বিজেপির প্রথম সারির নেতাদের মধ্য়ে একজনই মাত্র উপস্থিত ছিলেন না , তিনি হলেন শুভেন্দু অধিকারী। তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই জল্পনা বাড়িয়েছে। আর সেই জল্পনা. ঘৃতাহুতি নিয়েছে সুকান্ত মজুমদারের মন্তব্য।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'কোনও সাংগঠনিক বৈঠকেই শুভেন্দু অধিকারী থাকেন না। উনি স্বচ্ছন্দ বোধ করেন না। কারণ বৈঠকগুলো লম্বা হয়। উনি ব্যস্ত।' সুকান্ত মজুমদারের পাল্টা শুভেন্দু অধিকারীর মন্তব্য়ের মধ্য়েও বিশেষ ইঙ্গিত লক্ষ্য় করা গেছে। শুভেন্দু অধিকারী, বলেন, ' বিরোধী দলনেতা হিসেবে আমার কী কাজ আমি জানি। সংগঠনে আমার কোনও দায়িত্ব নেই। আজ সারাদিন মেদিনীপুরে ছিলাম। যিনি এসব বলছেন তিনি এটার ব্যাখ্য়া দিতে পারবেন। '
এদিনের বৈঠকে রাজ্যের সংখ্যালঘু এলাকায় দলের সদস্য সংগ্রহ অভিযান এবং বুথ কমিটি গঠনের ব্যাপারে দলীয় সমস্যার প্রসঙ্গ তুলে ধরেন অনেকেই। তখন রাজ্য় বিজেপির দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল বলেন, সেই সব এলাকাকে বাদ দিয়েই কাজ করুন। ওগুলো নিয়ে আর ভাবতে হবে না। বনসলের বার্তা, ৮০ হাজার বুথের মধ্যে অন্তত ৫০ হাজার বুথে কমিটি তৈরি করতেই হবে। তবে, সদস্য সংখ্যায় যাতে কারচুপি না হয়, তা নিয়েও বার্তা দেন তিনি।
সূত্রের খবর, এদিনের বৈঠকে ঠিক হয়, আগামী ২৫ জানুয়ারির মধ্যে বুথ কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। ৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত মণ্ডল ।
এবং ১০ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জেলা কমিটি গঠনের কাজ শেষ করতে হবে।
অন্যদিকে, আর জি কর মামলায় সঞ্জয় রায়ের ফাঁসির সাজা না হওয়ায় অসন্তোষের সুর শোনা গিয়েছে তৃণমূল বিজেপি উভয় শিবিরেই। ক্ষোভ তৈরি হয়েছে জনমানসেও। তেমনই বিজেপির অন্দরেও ক্ষোভ-অসন্তোষ স্পষ্ট হয়েছে। দিলীপ ঘোষ এই রায় নিয়ে বলেন, 'আমরা সিস্টেমের কারও ওপরই সন্তুষ্ট নই' । শুভেন্দু অধিকারী বলেন, তিনিও ব্যক্তিগতভাবে এই রায়ে খুশি নন। মুখ খুলেছেন জগন্নাথ চট্টোপাধ্য়ায়ের মতো বিজেপি নেতাও।
আরও পড়ুন :
বাংলাদেশে পরপর খুন, ছিনতাই ! ভয়ঙ্কর সব অপরাধের ইতিহাস রয়েছে সেফের হামলাকারীর






















