Sukanta Majumdar: 'স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক, তাঁর ফোনটা বাজেয়াপ্ত করুক'
RG Kar Incident : খুন-ধর্ষণের তদন্তের সঙ্গেই আর জি কর মেডিক্যালে দুর্নীতির শিকড়ের খোঁজে সিবিআই। প্রাক্তন অধ্যক্ষ, প্রাক্তন সুপার, ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটরের ঠিকানা সহ একযোগে ১৫ জায়গায় রেইড..
![Sukanta Majumdar: 'স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক, তাঁর ফোনটা বাজেয়াপ্ত করুক' BJP WB President Sukanta Majumdar demands CBI raid at house of health minister after RG Kar Incident Sukanta Majumdar: 'স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক, তাঁর ফোনটা বাজেয়াপ্ত করুক'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/25/6e2ed3429a24cce31e51a684c6d4c1d91724592197289170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : আরজি কর কাণ্ডে এবার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশির দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পাশাপাশি তিনি স্বাস্থ্যমন্ত্রীর ফোন বাজেয়াপ্ত করার দাবিও জানান।
রাজ্য বিজেপির সভাপতি বলেন, "আমার বিশ্বাস, সিবিআই এই তদন্তের মধ্যে দিয়ে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় যে ঘূণ ধরেছে, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে গেছে, তাকে ঠিক করার দিকে অগ্রসর হবে। পুরো স্বাস্থ্য ব্যবস্থা চালায় একটা দুষ্ট চক্র। এই চক্রে বেশ কিছু প্রভাবশালী ডাক্তার আছেন। সবাই মিলেই ডুববেন। চিন্তা নেই। বাংলার মানুষ দেখতে চাইছেন, কবে বাংলার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে সিবিআই রেড করবে। যাঁরা যাঁরা দুর্নীতিতে এবং চক্র চালানোতে জড়িত, তাঁদের সবার বাড়িতে সিবিআই পৌঁছবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু বারবার একটা কথাই বলছি, বাংলার মানুষের ইচ্ছা, স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক। স্বাস্থ্যমন্ত্রীর ফোনটা বাজেয়াপ্ত করুক।"
আরজি করকাণ্ডের প্রতিবাদে বিজেপির লাগাতার কর্মসূচির ঘোষণা করলেন দলের রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর পদত্য়াগ দাবি করে আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি রাজ্য বিজেপির। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অবস্থান বিক্ষোভ সহ চাক্কা বনধের ডাক। আর জি করকাণ্ডের প্রতিবাদে ২৮ অগাস্ট ধর্মতলা থেকে ধর্না কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে ২৮ অগাস্ট রাজ্য মহিলা কমিশনের দফতরে তালা লাগানোর কর্মসূচি রয়েছে। বিজেপির পক্ষ থেকে ২৯ অগাস্ট প্রতিটি জেলায় বেলা ১২টা পর্যন্ত জেলাশাসকের অফিস ঘেরাও করা হবে। ২ সেপ্টেম্বর জেলার সমস্ত ব্লকে সকাল ১১টা থেকে ১ দিনের অবস্থান বিক্ষোভ ডাক বিজেপির। ৪ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজ্যজুড়ে চাক্কা বনধের ডাক।
এদিকে আরজি কর মেডিক্যালে আর্থিক 'দুর্নীতির' অভিযোগে শিকড়ের খোঁজে নামল CBI । কলকাতা থেকে জেলা, সাঁড়াশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। একযোগে ১৫ জায়গায় হানা দেয় তারা। বেলেঘাটার বাড়ি গিয়ে সন্দীপ ঘোষকে CBI-এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টানা ৯ দিন সিজিও কমপ্লেক্সে প্রশ্নবাণের পর এবার বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ CBI-এর।
এদিকে বাড়ির পর নিজাম প্যালেসে ডেকে ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটরকে জিজ্ঞাসাবাদ । ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদ CBI-এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের। ১১ ঘণ্টা পার, আর জি করের মেডিক্যাল সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়িতে চলছে তল্লাশি। আর জি কর মেডিক্যালে কত বড় দুর্নীতি ? সেই শিকড়ের খোঁজেই সাঁড়াশি অভিযানে নেমেছে CBI। এছা়ড়া আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালি-ট্যাংরার ঠিকানাতেও পৌঁছয় CBI।
ছুটির দিনেও গাড়ি পাঠিয়ে নিয়ে আসা হল আর জি করের নতুন অধ্যক্ষ, উপাধ্যক্ষকে। আর জি কর মেডিক্যালে নিয়ে এসে অধ্যক্ষ, উপাধ্যক্ষের সঙ্গে কথা কেন্দ্রীয় গোয়েন্দাদের। গতকাল আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগে প্রথম FIR, পরদিনই দিকে দিকে CBI তল্লাশি চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)