![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
BJP CBI Case: বিজেপি কর্মীকে খুনের মামলায় বড় টাকার পুরস্কার ঘোষণা, প্রকাশিত অভিযুক্তদের ছবি
CBI Case BJP: ২০২১-এর ৬ মে জামবনি থানায় অভিযোগ দায়ের করেন ফগল মান্ডি। অভিযোগে তিনি বলেন, আগের দিন অর্থাৎ ৫ মে, তাঁর দাদাকে রাজনৈতিক কারণে খুন করা হয়।
![BJP CBI Case: বিজেপি কর্মীকে খুনের মামলায় বড় টাকার পুরস্কার ঘোষণা, প্রকাশিত অভিযুক্তদের ছবি BJP worker murder case Big money reward announced pictures of the accused published BJP CBI Case: বিজেপি কর্মীকে খুনের মামলায় বড় টাকার পুরস্কার ঘোষণা, প্রকাশিত অভিযুক্তদের ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/09/5b957bfd26bf8b4963036d429989529e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রকাশ সিনহা, কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ঝাড়গ্রামে বিজেপি কর্মীকে খুনের মামলায় ৩ জনের নামে হুলিয়া জারি করল সিবিআই। দেবেন সরেন, রাজকিশোর মাহাতা ও হরেকৃষ্ণ মাহাতা এই তিনজনের ছবি প্রকাশ করে, তাদের ধরার জন্য ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২১-এর ৬ মে জামবনি থানায় অভিযোগ দায়ের করেন ফগল মান্ডি। অভিযোগে তিনি বলেন, আগের দিন অর্থাৎ ৫ মে, তাঁর দাদাকে রাজনৈতিক কারণে খুন করা হয়। সেই খুনের মামলার তদন্তভার নেয়ে সিবিআই।
এদিকে, সুপ্রিম কোর্টে (Supreme Court) রক্ষাকবচ তৃণমূল নেতা শেখ সুফিয়ানের (Sheikh Sufian)। ভোট পরবর্তী মামলার (Post Poll Violence Case) শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিল, এখনই শেখ সুফিয়ানকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। ৩১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। তত দিন পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবেন না কেন্দ্রীয় গোয়েন্দারা।
এর আগে, কলকাতা হাই কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন সুফইয়ান। কিন্তু হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। এর পর হাই কোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুফিয়ান। গত বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান। সুফিয়ানের বিরুদ্ধে বিজেপি (BJP) কর্মীকে খুনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।
গত বছর বিধানসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণার পর নন্দীগ্রামের একাধিক এলাকায় বিজেপি-র উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দেবব্রত মাইতি নামে বিজেপি-র এক কর্মীকে খুনও করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিজেপি জানায়,দেবব্রতর বাড়িতে হামলা চালান সুফিয়ান এবং তাঁর সহযোগীরা। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দু’দিন পর মৃত্যু হয় তাঁর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)