WB Primary TET Interview: টেটের তৃতীয়-চতুর্থ দফার ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের
Primary TET: ইন্টারভিউর দিন চাকরিপ্রার্থীদের যে যে গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসতে নিয়ে আসতে হবে চাকরিপ্রার্থীদের, তা জানিয়ে দিয়েছে পর্ষদ।
কলকাতা: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের তৃতীয় এবং চতুর্থ দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানান হয়েছে ১১, ১৩ এবং ১৪ জানুয়ারি তৃতীয় এবং চতুর্থ দফার ইন্টারভিউ নেবে পর্ষদ।
চলতি বছরের ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছে। প্রায় সাত লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। ৫ বছরের অপেক্ষার পর আয়োজিত হয় প্রাথমিক টেট। তারইমধ্যে ২০১৪ সাল এবং ২০১৭ সালের প্রার্থীদের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করে পর্ষদ। এর আগে গত ২৭ ডিসেম্বর কলকাতা জেলার ২০০ জন পরীক্ষার্থীর প্রথম পর্যায়ের ইন্টারভিউ হয়েছিল।
১১ তারিখ এবং ১৩ তারিখ আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে হবে ইন্টারভিউ প্রক্রিয়া। ১৪ তারিখ হবে দক্ষিণ দিনাজপুরে। ইন্টারভিউর দিন চাকরিপ্রার্থীদের যে যে গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসতে নিয়ে আসতে হবে চাকরিপ্রার্থীদের, তা জানিয়ে দিয়েছে পর্ষদ।
আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় ১৬৯৪ গ্রুপ ডি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ এসএসসির
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ইন্টারভিউর জন্য চাকরিপ্রার্থীদের টেটের অ্যাডমিট কার্ড, টেট উত্তীর্ণ হওয়ার নথি (প্রিন্ট করা), মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, বি এড/ ডি এল এড/ ডি এড এর মার্কশিট, ভোটার বা আধার কার্ড, নিজের স্বাক্ষর যুক্ত পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত শংসাপত্র, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তার শংসাপত্র ইত্যাদি অবশ্যই ইন্টারভিউর দিন আনতে হবে।