Body Recovery:কারখানা থেকে যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে হইচই নরেন্দ্রপুরে
South 24 Parganas:কারখানা থেকে যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে হইচই নরেন্দ্রপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কাসেম আলি মোল্লা। বয়স ৩৬ বছর।
রণজিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: কারখানা থেকে যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে হইচই নরেন্দ্রপুরে (Narendrapur Crime)। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কাসেম আলি মোল্লা। বয়স ৩৬ বছর। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বনহুগলির কর্মকার পাড়ায়।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, 'ব্যানার-ফেস্টুন' তৈরির কারখানায় ঘটনাটি ঘটে। শুক্রবার সন্ধেবেলার দিকে কারখানা থেকে ঝগড়া-ঝামেলার আওয়াজ পান এলাকার মানুষ। স্থানীয় সূত্রে খবর, সেই সময় কারখানায় ২-৩ জন ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, কাসেমকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে মারা হয়েছিল। স্থানীয় বাসিন্দারাই কারখানার মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করেন। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গত সেপ্টেম্বর মাসে মহিলা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বেধেছিল সোনারপুরের রামচন্দ্রপুরের গেঞ্জি কারখানায়। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে কারখানায় ভাঙচুর চালান শ্রমিকরা। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন ১২ জন মহিলা শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে মহিলা শ্রমিকদের এনে বাড়ি ভাড়া করে রেখেছিলেন কারখানা কর্তৃপক্ষ। অভিযোগ, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এক মহিলা শ্রমিক। কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও ছুটি মেলেনি এবং তাঁর চিকিৎসাও হয়নি বলে অভিযোগ। তাঁর মৃত্যু হলে ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। গাফিলতির অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ।
কলকাতায় খুন:
নভেম্বরেই খাস কলকাতার রাস্তায় একেবারে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগে হইচই শুরু হয়ে যায়। চিৎপুরের কৃষ্ণলাল দাস রোডে ভয়াবহ ওই ঘটনা ঘটেছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি,ঘটনার দিন সকাল পৌনে নটা নাগাদ, দুই যুবকের মধ্যে গন্ডগোল চলাকালীন আচমকা ধারালো অস্ত্র দিয়ে একজন অপরজনের গলায় কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক। তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় যুবকের। অভিযুক্ত পলাতক। কী কারণে হামলা, তা নিয়ে ধন্দে ছিল পুলিশ। তার আগে, অক্টোবর মাসে ঠাকুরপুকুরে প্রকাশ্য রাস্তায় আর এক যুবক খুন হয়ে যান। ঘটনার দিন সকাল সাড়ে ৮ টা নাগাদ স্কুটার নিয়ে এলআইসি মোড় বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। তখনই অজ্ঞাতপরিচয় এক যুবক এসে এলোপাথারি ছুরির কোপ মারে। এসএসকেএমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় বছর ২৬ এর অনিমেষ সিং-কে।
আরও পড়ুন:রীতি মেনে উৎসবের আয়োজন, বোল্লা রক্ষাকালী পুজোয় ভক্তসমাগম