Garia Bombing : ফের উত্তপ্ত গড়িয়া, নরেন্দ্রপুরের পর ফের বোমাবাজি, পঞ্চায়েত ভোটের আগে ত্রস্ত এলাকা
নরেন্দ্রপুর থানা এলাকায় বোমাবাজির ঘটনা ঘটল সোমবার গভীর রাতে। যদিও এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে কি না, তা আপাতত বলা যাচ্ছে না।
হিন্দোল দে, কলকাতা : পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) দিন ঘোষণ হয়নি। এর মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে জেলায় জেলায়। ছড়াচ্ছে বারুদের গন্ধ। দিক দিক থেকে উদ্ধার হচ্ছে বোমা। অস্ত্র মিলছে বিভিন্ন জায়গা থেকে। এবার নরেন্দ্রপুর ( Narendrapur ) থানা এলাকায় বোমাবাজির ঘটনা ঘটল সোমবার গভীর রাতে। যদিও এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে কি না, তা আপাতত বলা যাচ্ছে না।
নবপল্লিতে বোমাবাজি
গড়িয়া স্টেশন ( Garia Station ) এলাকার নবপল্লিতে বোমাবাজির ( Bombing ) ঘটনা ঘটে সোমবার রাতে। শিশু উদ্যান ও প্রাথমিক স্কুলের পাশে গভীর রাতে বোমাবাজিতে এলাকা ত্রস্ত হয়ে ওঠে। একটি বোমার বিস্ফোরণ ঘটে। দেখা যাচ্ছে, রাস্তায় পড়ে রয়েছে ৩টি বোমা। সাতসকালে রাস্তায় বোমা পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যেভাবে পঞ্চায়েত ভোটের আগে উত্তাপ ছড়িয়ে পড়ছে, তাতে ভীত এলাকার মানুষ।
আরও পড়ুন: Saayoni Ghosh Exclusive: রাজনীতি করি বলে ছবির অফার নিয়ে আমার কাছে পৌঁছনো কঠিন মনে করেন অনেকে: সায়নী
শিশুদের উপর বোমা
বোমা যেখানে পড়ে রয়েছে, তার ৩ কিলোমিটারের মধ্যে খেয়াদা ২ নং গ্রাম পঞ্চায়েত। খেয়াদার শান্তি পার্ক এলাকাতেই শিশুদের উপর বোমা ছুড়েছিল দুষ্কৃতীরা। ফের বোমা উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
অতীতের বোমাবাজির ঘটনা
গত অক্টোবরে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায়, বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে এক শিশুর মৃত্যু হয়। বিস্ফোরণে হাত উড়ে যায় আরেক বালকের।cসেই ঘটনার তার ৩ দিনের মাথায় দক্ষিণ ২৪ পরগনায় বোমা বিস্ফোরণ হয়। জখম হয় ৫ বালক। বালকদের লক্ষ্য করেই বোমা ছোড়ার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। কেন বোমার টার্গেট শিশুরা ?
নরেন্দ্রপুরের খেয়াদহ ২নম্বর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় বাড়ির পাশে একটি মাঠে খেলছিল ৫ বালক। অভিযোগ, মাঠের পাশেই একটি পরিত্যক্ত ঘরে বোমা মজুত করছিল দুষ্কৃতীরা। খেলতে খেলতে ওই ঘরের কাছে চলে যায় ৫ বালক। দুষ্কৃতীরা তাদের সেখান থেকে চলে যেতে বলে। অভিযোগ, কথা না শোনায়, বাচ্চাদের লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাঁচে ৫জন। তাদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেই ঘটনার পর আবার এই ঘটনা। বারবার বোমাবাজির ঘটনার ত্রস্ত গড়িয়া স্টেশন এলাকা।