![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bowbazar Metro Disaster: আচমকা ফাটল, মেট্রোর টানেলে যেন জলপ্রপাত
East West Metro: টানেলের দেওয়াল ফাটিয়ে প্রবল বেগে বেরিয়ে আসছে জল। একঝলক দেখলে হঠাৎ জলপ্রপাত বলে ভুল হতে পারে।
![Bowbazar Metro Disaster: আচমকা ফাটল, মেট্রোর টানেলে যেন জলপ্রপাত Bowbazar Metro Disaster, Water is entering in the East West Metro tunnel near Bowbazar Bowbazar Metro Disaster: আচমকা ফাটল, মেট্রোর টানেলে যেন জলপ্রপাত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/14/21b82059d20728ac98394c68175aead21665752159156385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ৫ মাসের মধ্যে ফাটল-আতঙ্ক ফিরল বউবাজারে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য এবার মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল। মেট্রোর টানেলে জল ঢুকতে থাকায় এমন ঘটনা ঘটেছে। এদিন দেখা যায় মেট্রোর টানেলের ভিতরে, টানেলের দেওয়াল ফাটিয়ে প্রবল বেগে বেরিয়ে আসছে জল। একঝলক দেখলে হঠাৎ জলপ্রপাত বলে ভুল হতে পারে। তীব্র বেগে টানেল ফুঁড়ে বেরিয়ে আসা জলের ধারা রুখতে গ্রাউটিং পদ্ধতিতে কাজ শুরু করেছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। ফাটল রুখতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।
ফের বউবাজারে ফিরল ফাটল আতঙ্ক। এবার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। শুক্রবার ভোরে এই ফাটল স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ইতিমধ্যেই বাসিন্দারা ১০টি বাড়ি খালি করে দিয়েছেন। এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ। ফাটল ধরা বাড়ি ফাঁকা করে দিতে বলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মেট্রোর প্রতিনিধিরা এলেও তাঁরা বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন।
ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের মধ্য কলকাতার ৫টি হোটেলে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিশেষ মিটার লাগানো হয়েছে যাতে নতুন কোনও ফাটল হলে তা ওই মিটারে ধরা পড়ে। ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ভোর থেকেই রাস্তায় ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন:
বউবাজারে মদন দত্ত লেনের উল্টোদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ৩টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ফাটল দেখা গেছে একটি ছাপাখানাতেও। সেখানে শুধু দেওয়ালে নয়, ফাটল ধরেছে মেঝেয়ও। ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ক্ষতিপূরণের আশ্বাস:
সূত্রের খবর, KMRCL কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে। মেট্রোর ইঞ্জিনিয়ারদের প্রাথমিক অনুমান,
গ্রাউটিং এর কাজ চলার সময় সুড়ঙ্গে জল ঢুকে বিপত্তি ঘটেছে। ভোর চারটের পর সুড়ঙ্গে জল ঢুকতে শুরু করে। তার জেরেই ঘটে বিপত্তি।
মেট্রো সূত্রে খবর, ক্রস প্যাসেজের কাজের সময় জল ঢোকে।
আরও পড়ুন: ফের তলব সৌমেন্দুকে, এবার তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের মামলা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)