Buddhadeb Bhattacharya: হিমোগ্লোবিন কম, বুদ্ধদেব ভট্টাচার্যকে এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের
Buddhadeb Bhattacharya Update: ভেন্টিলেশন থেকে বেরোনোর পর এখন সম্পূর্ণ সচেতন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, বারবার বাইপ্যাপ সাপোর্ট খুলে ফেলতে চাইছেন বুদ্ধবাবু।
ঝিলম করঞ্জাই, কলকাতা: হিমোগ্লোবিন কম, এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের। প্রয়োজনে আরও এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য?
শুধু শারীরিক অসুস্থতা নয়। বুদ্ধদেব ভট্টাচার্যর (Buddhadeb Bhattacharya Update) জেদের কাছেও মাঝেমাঝে হার মানতে হচ্ছে চিকিৎসকদের। ভেন্টিলেশন থেকে বেরোনোর পর সম্পূর্ণ সচেতন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেখানেই গোল বেঁধেছে। হাসপাতাল সূত্রে খবর, বারবার বাইপ্যাপ সাপোর্ট খুলে ফেলতে চাইছেন বুদ্ধবাবু। গতকাল রাতেও একই পরিস্থিতি তৈরি হয়। চিকিৎসকদের জানান, তিনি সুস্থ আছেন, এসব লাগবে না। শেষমেষ বুদ্ধবাবুকে বুঝিয়ে রাজি করান চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে, ৫-৬ ঘণ্টা বাইপ্যাপ চলার পর কিছুক্ষণ বিশ্রাম দিয়ে ফের চালানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে। অ্যান্টিবায়োটিক চলছে। ১-২ লিটার, অর্থাৎ ন্যূনতম অক্সিজেন সাপোর্ট লাগছে। তবে এখনও রাইলস টিউব দিয়ে তরল খাবারই খাওয়ানো হচ্ছে বুদ্ধবাবুকে। যদিও তাতেও আপত্তি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে। হাসপাতাল সূত্রে খবর, শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের বেশি। ১-২ লিটার, অর্থাৎ ন্যূনতম অক্সিজেন সাপোর্ট লাগছে। রক্তচাপ, পালস রেট স্বাভাবিক। অ্যান্টিবায়োটিক চলছে। অ্যান্টিবায়োটিকের কোর্স চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দিনে ২ বার করে হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে বেশ কিছু রক্ত পরীক্ষা হয়। তার রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সি-রিঅ্যাকটিভ প্রোটিন টেস্টের রিপোর্ট আগের থেকে অনেকটাই ভাল ছিল গতকাল। আজ ফের CRP টেস্ট হতে পারে। ফুসফুসে নতুন করে সংক্রমণ ছড়ায়নি, শ্বাসকষ্টও কিছুটা কমেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে আজ হাসপাতালে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
গতকাল, সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে মমতা বলেন, 'আমি দেখলাম ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। ভালই আছেন। ভেন্টিলেশন খুলে নেওয়া হয়েছে। বাইপ্যাপ সাপোর্ট চলছে। আমার দেখে মনে হয়েছে উনি ভালই আছেন। বাকি চিকিৎসকরা জানাবেন।' যারপরই বুদ্ধদেব ভট্টাচার্যকে চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা সরকারিভাবে ইনভেসিভ ভেন্টিলেশন খুলে নেওয়ার কথা জানান। আগের থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেকটা ভাল আছেন'।
আরও পড়ুন: Purulia News: জলের তোড়ে নদীতেই বসে গেল সেতু, সমস্যায় গ্রামবাসীরা