Purulia News: জলের তোড়ে নদীতেই বসে গেল সেতু, সমস্যায় গ্রামবাসীরা
Purulia News Update: আড়যা ব্লকের বেলডিতে কাঁসাই নদীর ওপর সেতু বসে গেল জলের তোড়ে। বিচ্ছিন্ন বহু গ্রাম।
সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ভারী বৃষ্টির জের, জলের তোড়ে নদীতেই বসে গেল সেতু। ঘটনা পুরুলিয়ার (Purulia) আড়যা ব্লকের বেলডিতে কাঁসাই নদী। যার জেরে বিচ্ছিন্ন গ্রাম। সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
জলের তোড়ে নদীতেই বসে গেল সেতু: আড়যা ব্লকের বেলডিতে কাঁসাই নদীর ওপর সেতু বসে গেল জলের তোড়ে। বিচ্ছিন্ন বহু গ্রাম। গ্রামবসীদের অভিযোগ, এই ব্রিজের পাশ থেকে বালি তোলা জেরেই এই পরিস্থিতি। বহু শ্রমিক প্রত্যেক দিন কাজের জন্য পুরুলিয়া শহরে যাওয়ার জন্য এই ব্রিজ দিয়ে ব্যবহার করেন। এছাড়াও স্কুল পড়ুয়ারা থেকে বেলডি স্কুলের শিক্ষিকারা অসুবিধায় পড়েছেন।
আবহাওয়ার পূর্বাভাস:
সকাল থেকে যে রক্তচক্ষু দেখাচ্ছিল সূর্য- কালবৈশাখী নয়, দুপুরেই তাকে অন্ধ করল নিম্নচাপ। কালো মেঘের বিরাট ছায়ায় ঢাকা পড়ল শহর থেকে গ্রাম।আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল। দুপুরেই নামল সন্ধ্যার অন্ধকার। শুধু অন্ধকার নামাই নয়, শুরু হল বৃষ্টিও। আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। তার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। কলকাতার পাশাপাশি, বিভিন্ন জেলাতেও শুরু হয়েছে বৃষ্টি। গভীর নিম্নচাপ ও ভরা কটালের জোড়া ফলায় সমুদ্র ও নদীর জলস্তর বাড়ছে। বেহাল বাঁধ উপচে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বঙ্গোপসাগরে দুর্যোগের ঘনঘটায় রাতে সাগরে ডুবল ট্রলার। কোনওক্রমে রক্ষা পান ১৭ জন মৎস্যজীবী। পাঁচদিন আগে পাথরপ্রতিমার সীতারামপুর থেকে FB প্রসেনজিৎ ট্রলারে চেপে গভীর সমুদ্রে ইলিশ ধরতে যান ওই মৎস্যজীবীরা। আবহাওয়া দফতরের সতর্কবার্তা পেয়ে গতকাল গভীর রাতে ফেরার সময়, সীতারামপুর থেকে আরও ২৫ কিলোমিটার ভিতরে সাগরে ট্রলারডুবি হয়। পাশেই আরেকটি ট্রলারের মৎস্যজীবীরা ডুবন্ত মৎস্যজীবীদের উদ্ধার করেন। তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে আনা হয়। অন্যদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরে হাজার হাজার ট্রলার ফিরতে শুরু করেছে। ইলিশ ধরার মরশুমে বড় রকমের লোকসানের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Medinipur Weather: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই মেদিনীপুরে