Burdwan News: বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা
Burdwan Local: বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল।
![Burdwan News: বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা Burdwan News Locals detrailed at the entrance to Burdwan Station Burdwan News: বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/27/6e84ccd2fc3784a230cc2dbfea899432_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কমল কৃষ্ণ দে, পূর্ব বর্ধমানঃ সকালের ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে (Burdwan Station) ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল (Local Train)। বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা। সকাল ৯টা ৫০ মিনিটে ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল বর্ধমান-হাওড়া কর্ড লাইন লোকাল (Howrah-Burdwan Local)। স্টেশনে ঢোকার আগে পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। ট্রেন ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।
আরও পড়ুন,
'ইস্তফা নয়, শিক্ষা সংসদের পদ থেকে কৃষ্ণেন্দুকে অপসারণ', সামনে এল সরকারি চিঠি
জানা গিয়েছে, এদিন সকাল ৯টা ৫০ মিনিটে কারশেড থেকে বর্ধমান স্টেশনের (Burdwan Station) দিকে যাচ্ছিল লোকালটি। আর তখনই বিপত্তি ঘটে। আচমকাই বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল। স্টেশনে (Burdwan Station) ঢোকার আগে পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। প্রায় ৭৫ ডিগ্রি কোণে উল্টে যায় কামরাটি। তবে যেহেতু কারশেড থেকে লোকাল ট্রেনটি এসেছিল, তাই যাত্রী ছিল না বলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যদিও এদিন ট্রেনটি কারশেডের বদলে যদি অন্য কোনও স্টেশন হয়ে আসত, তাহলে অবশ্য বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হত রাজ্য।
সপ্তাহের শুরুতেই অফিসটাইমে (Office Time) এত বড় দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এদিন যে সময়ে এই দুর্ঘটনা (Accident) ঘটেছে, সাধরণত এই সময়ে ভাল মতো অফিস যাত্রীদের ভীড় থাকে। তবে বিপদের ধারঘেষেই বেরিয়ে গিয়েছে এদিনের অফিস যাত্রীরা। তবে কী করে হল এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। লোকাল ট্রেনের ইঞ্জিন-সহ চালকেরও বিস্তারিত বয়ান নেওয়া হতে পারে বলে খবর। এনিয়ে পুরো ঘটনার তদন্ত করা হবে রেলের তরফে। প্রত্যক্ষদর্শীরাও এহেন লোকাল ট্রেনের দুর্ঘটনা সাম্প্রতিককালে হয়েছে বলে মনে করতে পারছেন না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)