WB By Election 2022: উপনির্বাচনে বিজেপির প্রচার হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ, বিক্ষোভ অগ্নিমিত্রার
WB By Poll 2022: প্রচার হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগে শুক্রবার তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভায় (Asansol Municipality), বিক্ষোভ দেখালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
কৌশিক গাঁতাইত, আসানসোল: খুলে দেওয়া হচ্ছে উপনির্বাচনের (By Election 2022) বিজেপির (BJP) প্রচার হোর্ডিং। এই অভিযোগে আসানসোলের (Asansol) মেয়রকে নালিশ জানালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পুরসভার (Municipality) বাইরে বিক্ষোভও দেখান বিজেপি প্রার্থী। যদিও মেয়রের দাবি, কোনও বৈষম্য হয়নি।
আসানসোলে হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ বিজেপির: আগামী ১২ এপ্রিল রাজ্যে উপনির্বাচন (By Poll 2022)। আর তার আগে চড়ছে রাজনীতির পারদ। উপনির্বাচনে (WB By Election 2022) বিজেপির প্রচার হোর্ডিং খুলে দেওয়া হচ্ছে আসানসোলে (Asansol)। এমনই অভিযোগে শুক্রবার তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভায় (Asansol Municipality), বিক্ষোভ দেখালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
মেয়রের ঘরে ঢুকে নালিশ: মেয়রের ঘরে ঢুকে জানালেন নালিশও জানালেন বিজেপি (BJP) প্রার্থী। তিনি বলেন, “কাল সকালের মধ্যে সমস্ত হোর্ডিং নামিয়ে দেওয়া হয়েছে।’’ যদিও মেয়র বিধান উপাধ্যায় জানান, “যেগুলি খোলা হয়েছে সেগুলি তৃণমূল, বিজেপি, সিপিএম (CPIM) এমন কোনও বিষয় নয়।’’ হোর্ডিং বিভাগে গিয়েও অভিযোগ জানান বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রা পালের অভিযোগ, প্রচারের ক্ষেত্রেও তৃণমূল পরিচালিত পুরসভা বৈষম্যমূলক আচরণ করছে।
প্রচারে ‘আমরা-ওরা’: আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)বলেন, “আমাদের হোর্ডিং দেওয়া হচ্ছে না। বহুবার বলা সত্ত্বেও হোর্ডিং কয়েকটা দিয়েও খুলে দিয়েছে। তৃণমূলের ৭০টা হোর্ডিং, আর আমাদের ১২টা, কেন ? এটা কি স্বচ্ছ নির্বাচনের নমুনা?’’ আসানসোল পুরসভার (Asansol Municipality) তৃণমূল নেতা তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন, “উনি যতগুলো চেয়েছেন সবটাই দেওয়া হয়েছে। আমি বলেছি নিয়মের বাইরে কিছু হয়নি। সব দলকেই দেওয়া হয়েছে। কংগ্রেস, সিপিএমের কোনও সমস্যা নেই। ‘’ পুরসভা সূত্রে দাবি, হোর্ডিংয়ের বিষয়টি দেখে একটি বেসরকারি সংস্থা। এক্ষেত্রে পুরসভার কোনও ভূমিকা নেই।