Justice Abhijit Gangopadhyay : 'বিচারপতি সিন্হার স্বামীকে সিআইডি প্রায়ই ডেকে পাঠাচ্ছে কেন?' এজিকে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Calcutta High Court : অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'রাজ্যকে আপনি বিভিন্ন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পারেন, চেষ্টা করে দেখুন'।
সৌভিক মজুমদার, কলকাতা : বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) স্বামীকে একাধিকবার সিআইডি (CID) তলব ঘিরে এবার বিতর্কের জল গড়াল হাইকোর্টেও (Calcutta High Court)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) তাঁর এজলাসে রাজ্যে নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেলকে (Advocate) যে বিষয় নিয়ে 'প্রশ্ন' করলেন। পাশাপাশি রাজ্যকে বিব্রতকর অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করুন বলেও 'বার্তা' দিয়ে রাখলেন।
ইতিমধ্যে চলতি মাসে সম্পত্তি-বিবাদ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে-কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। যে জেরা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিচারপতির স্বামী। তিনি ব্য়াঙ্কশাল কোর্টের বার অ্য়াসোসিয়েশনকে লেখা চিঠিতে সিআইডি-র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। পাল্টা বিবৃতি জারি করে তার জবাব দিয়েছে সিআইডি। চলতে থাকা বিতর্কের মাঝে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খোলেন।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, 'বিচারপতি সিন্হার স্বামীকে সিআইডি প্রায়ই ডেকে পাঠাচ্ছে অন্য একটি মামলায়। কেন ? এটা কি এতই গুরুত্বপূর্ণ মামলা ?' যেখানেই না থেমে প্রশ্নবাণ শানিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সংযোজন, ' সুপ্রিম কোর্ট তো সিআইডি এবং রাজ্যকে অনেক নির্দেশ দেয়, সব নির্দেশ কি রাজ্য বা সিআইডি মেনে চলে ?' যার খানিক পরেই, অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'রাজ্যকে আপনি বিভিন্ন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পারেন, চেষ্টা করে দেখুন'।
প্রসঙ্গত, চিঠিতে বিচারপতি সিন্হার স্বামী প্রতাপচন্দ্র দে অভিযোগ করেছিলেন, একাধিক অফিসার আমাকে জিজ্ঞাসাবাদ করেন। শুধুই আমার স্ত্রী এবং তাঁর ব্য়ক্তিগত তথ্য় নিয়ে প্রশ্ন করা হয়। অফিসাররা আমাকে বলেন, তাঁরা মামলার বিষয়ে আগ্রহী নন। তাঁরা শুধু আমার স্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর চান। পাল্টা সিআইডি-র প্রেস বিবৃতিতে দাবি করে, বিধাননগর দক্ষিণ থানায় রুজু হওয়া মামলায় যে তথ্য় এবং সাক্ষ্য়ের সঙ্গে তাঁর যোগ রয়েছে, শুধু সেই বিষয়েই প্রতাপচন্দ্র দে-কে প্রশ্ন করা হয়। তদন্তকারী এজেন্সির হাতে যে প্রমাণ রয়েছে, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে