![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Panchayat Poll 2023: মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত
Calcutta High Court On Panchayat Poll: রাজ্য নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, মন্তব্য আদালতের। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে, নির্দেশ আদালতের।
![Panchayat Poll 2023: মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত Calcutta High Court On Panchayat Poll 2023 said time for submission of nominations is not sufficient Panchayat Poll 2023: মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/09/04fc2987da7ba285fe57ddbf4d43b9ac168630130889851_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌভিক মজুমদার, কলকাতা: মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত। রাজ্য নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, মন্তব্য আদালতের। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে, নির্দেশ আদালতের। 'রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে'। এই বিষয়ে রাজ্য আগামী সোমবার তাদের সিদ্ধান্ত জানাবে, নির্দেশ আদালতের। পঞ্চায়েত মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, অনলাইন মনোনয়ন সহ একাধিক দাবিতে আদালতের দ্বারস্থ হন অধীর চৌধুরী। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এদিনই মামলা দায়েরের অনুমতি চান কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী। পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপিও। সেই মামলার শুনানিতে প্রাথমিকভাবে আদালতের পর্যবেক্ষেণ মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়। রাজ্য নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে বলেও মন্তব্য করেছে আদালত। এদিন আদালত জানায়, মনোনয়ন পেশের সময়সীমা নিয়ে নিজেদের অবস্থান জানাবে রাজ্য নির্বাচন কমিশন।নির্বাচন বন্ধ করার জন্য এই মামলা গুলি দায়ের হয়নি। শান্তিপূর্ণ ভোট যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।শান্তিপূর্ণ ভোটের লক্ষ্য নিয়ে কমিশনকে এগোতে হবে, মন্তব্য আদালতের নির্বাচনে সিভিক ভলান্টিয়ার দের কাজে লাগানোর বিষয়ে সম্ভবত আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সেটাও কমিশনকে মাথায় রাখতে হবে, মন্তব্য আদালতের।
কবে হবে পঞ্চায়েত ভোট? এতদিন, এই প্রশ্নে টানাপোড়েন চলছিল। আর, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর, শুরু হল নতুন টানাপোড়েন। এবার, উদ্বেগ মনোনয়ন দাখিলের জন্য় নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা নিয়ে। কারণ, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে, ৯২৮টি জেলা পরিষদের আসন, পঞ্চায়েত সমিতির মোট আসন ৯ হাজার ৭৩০টি এবং গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজারেরও বেশি আসন রয়েছে।
আর, এই বিপুল সংখ্য়ক আসনে, মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় মাত্র ২৪ ঘণ্টা। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ই জুন, অর্থাৎ শুক্রবার থেকে শুরু করে, ১৫ই জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমার সময়সীমা দেওয়া হয়েছে। রবিবার, বাদ দিলে মনোনয়ন জমা দেওয়ার জন্য পাওয়া যাচ্ছে ৬ দিন। আর, এই ৬ দিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৪ ঘণ্টা করে মনোনয়ন জমা দেওয়া যাবে। অর্থাই, টানা ঘণ্টার হিসাব ধরলে, মনোনয়ন জমা দেওয়ার জন্য মোট ২৪ ঘণ্টা সময়সীমা বরাদ্দ করা হয়েছে। আর, এখানেই বিরোেধীরা প্রশ্ন তুলছেন, এত হাজার হাজার আসন, এত প্রার্থী, তার মনোনয়ের জন্য পর্যাপ্ত সময় কোথায় দেওয়া হল?
আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)