Rishra Violence : 'রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন' হাওড়া-রিষড়া অশান্তি প্রসঙ্গে জানাল উদ্বিগ্ন হাইকোর্ট
Howrah Rishra Violence : 'মুম্বইতে গণেশ চতুর্থীর সময় ব্যারিকেড করে মিছিল নিয়ন্ত্রণ করে পুলিশ। ' মন্তব্য বিচারপতির
কলকাতা : সোমবার রাত থেকে রিষড়ায় অশান্তির ( Rishra Violence ) ঘটনায় হাইকোর্টের ( High Court ) হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার আবেদন জানান শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) আইনজীবী। সেই মামলায় বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বললেন, রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন ! সামনে হনুমান জয়ন্তী, চাই প্রয়োজনীয় পদক্ষেপ , মন্তব্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
'রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন'
' চিকিৎসার থেকে প্রতিষেধক ভাল। গতবার গণেশ চতুর্থীর শোভাযাত্রা নিয়ে আমি শুনানি করেছি। গত ৮-৯ বছর ধরে কোনও ঘটনা ঘটেনি। সামনে হনুমান জয়ন্তী আসছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন' , মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের।
'শান্তি ফেরাতে কিছু করা দরকার'
বিচারপতি টিএস শিবজ্ঞানম আরও বলেন, ' ডায়মন্ডহারবারের একজন বিচারক রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছেন। তিনি কর্মসূত্রে ডায়মন্ডহারবারে থাকলেও, তাঁর পরিবার শ্রীরামপুরে থাকে। তিনি নিজে থানা এবং পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের কাছ থেকে সাহায্য চেয়ে পাননি। ২ ছেলে এবং মেয়েকে নিয়ে পরিবার শ্রীরামপুরে থাকে। তিনি হাইকোর্টের কাছে নিরাপত্তা চাইছেন'। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য ' যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের পরিবারের কি হবে? মানুষের মনে আস্থা ফেরানোর জন্য রুটমার্চ প্রয়োজন। শান্তি ফেরাতে কিছু করা দরকার। প্রাকৃতিক দুর্যোগ হলেও কেন্দ্রীয় টিম আসে, সেইরকম কিছু দরকার হলে প্রয়োজনীয় সাহায্য নিন'।
মুম্বইতে গণেশ চতুর্থীর প্রসঙ্গ
আদালতের পর্যবেক্ষণ, ' এই ধরনের মিছিল কোনও যানবাহন নিয়ে করতে দেওয়া ঠিক নয়। নির্দিষ্ট রুট ঠিক করে মিছিলের গতিপথ নিয়ন্ত্রণ করা দরকার। বুধবার এমনই মন্তব্য করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মুম্বইতে গণেশ চতুর্থীর সময় ব্যারিকেড করে মিছিল নিয়ন্ত্রণ করে পুলিশ। '
হাইকোর্টে কেন্দ্রীয় সরকারি আইনজীবী সওয়াল করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে যেকোনও সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে বলে হাইকোর্টে সওয়াল করেন কেন্দ্রীয় সরকারি আইনজীবী। নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনাতেও কিছু তদন্ত না করেই বিরোধী দলের ওপর দোষারোপ করেই দায় সারা হয়েছে বলে সওয়াল করেন তিনি । দুপুর ১২টায় ফের মামলার শুনানি।
আরও পড়ুন :