![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Calcutta High Court: 'এবার ঠিক পথে তদন্ত হচ্ছে' CID তদন্তে সন্তোষপ্রকাশ হাইকোর্টের
Murshidabad News: শিক্ষক নিয়োগে দুর্নীতির আবহে, মুর্শিদাবাদের ঘটনায় কলকাতা হাইকোর্ট CID তদন্তের নির্দেশ দেয়। গ্রেফতার হন স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি।
![Calcutta High Court: 'এবার ঠিক পথে তদন্ত হচ্ছে' CID তদন্তে সন্তোষপ্রকাশ হাইকোর্টের Calcutta High Court satisfied with CID probe in Murshidabad's Gotha High School recruitment-corruption case Calcutta High Court: 'এবার ঠিক পথে তদন্ত হচ্ছে' CID তদন্তে সন্তোষপ্রকাশ হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/01/68c682d6d7092a2ac9240efcc33d5b6c169356968763151_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌভিক মজুমদার, কলকাতা: মুর্শিদাবাদের (Murshidabad) গোঠা হাইস্কুলে নিয়োগ-দুর্নীতি মামলায়, CID তদন্তে সন্তোষপ্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এদিন, বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এবার ঠিক পথে তদন্ত হচ্ছে। মনে হচ্ছে CBI-এর আগে CID নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে।
স্কুলে নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। এর মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে নিজের স্কুলেই ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে মুর্শিদাবাদের গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।শিক্ষক নিয়োগে দুর্নীতির আবহে, মুর্শিদাবাদের এই ঘটনায় কলকাতা হাইকোর্ট CID তদন্তের নির্দেশ দেয়। গ্রেফতার হন স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি।
বাবা যে স্কুলের প্রধান শিক্ষক, সেই স্কুলে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। চলতি বছরই মুর্শিদাবাদের গোঠা এ রহমান হাইস্কুলের ঘটনায় CID-কে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। জানানো হয় DIG-CID'র নেতৃত্বে বিশেষ দল গঠন করে হবে তদন্ত। সেই মামলায় এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু CID-র আইনজীবীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন যে, নথি জাল করে আর যারা চাকরি পেয়েছেন তাঁদের চিহ্নিত করা গেছে? উত্তরে CID-র আইনজীবী বলেন, তাঁদের চিহ্নিত করে নথি পরীক্ষা চলছে। তখন বিচারপতি বসু বলেন, জেলা পরিদর্শকদের বলুন এই শিক্ষকদের উপর নজর রাখতে। রাজ্যের অধীনস্থ সংস্থারগুলি পরস্পরের সঙ্গে সহযোগিতা করে কাজ করুন। ১৮ সেপ্টেম্বর, এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে।
চলতি বছরের শুরুতেই, গোঠা এ রহমান হাইস্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। অন্যের নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেশ তিওয়ারির বিরুদ্ধে। তদন্তে নেমে গত ১৩ ফেব্রুয়ারি গোঠা এ রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতার হন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন ডিআই পূরবী দে বিশ্বাস, মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতরের কর্মী নিত্যগোপাল মাজি এবং অবসরপ্রাপ্ত কর্মী অঞ্জনা মজুমদারও। জুলাই মাসে গ্রেফতার করা হয় গোঠা হাইস্কুলে নিয়োগে দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) মূল অভিযুক্ত অনিমেশ তিওয়ারি। দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। ভোট দিতে বাড়ি ফেরেন। খবর পেয়েই তাকে পাকড়াও করে সিআইডি।
আরও পড়ুন: Bratya Basu On University VC: আচার্য রাজ্যপালই এবার উপাচার্য, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ব্রাত্যর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)