Kolkata Medical: কলকাতা মেডিক্য়ালে ডাক্তারি ছাত্রীকে 'যৌন নিগ্রহ', বেআইনি তদন্ত চালানোর অভিযোগ 'অভয়া সেলে'র বিরুদ্ধে !
Calcutta Medical College Molestation Case : চাঞ্চল্যকর অভিযোগ উঠল কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে !

ঝিলম করঞ্জাই, কলকাতা: চাঞ্চল্যকর অভিযোগ উঠল কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে। যৌন হেনস্থার ঘটনায় বেআইনি তদন্ত চালানোর অভিযোগ উঠল অভয়া সেলের বিরুদ্ধে। অধ্যক্ষের কাছে দায়ের হল অভিযোগ। অভিযোগ সামনে আসার পরই অভয়া সেল থেকে পদত্য়াগ এক সদস্যের। গোটা ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ কলকাতা মেডিক্য়াল কলেজে অধ্যক্ষের। বেআইনি তদন্ত চালানোর অভিযোগ অস্বীকার করেছে অভয়া সেলের সদস্যরা।
আর জি কর থেকে সাউথ ক্য়ালকাটা ল' কলেজ আর এবার জোকার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট। এক বছরের মধ্যে কলকাতায় একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণ, যৌননিগ্রহের অভিযোগ ঘিরে যখন তোলপাড় রাজ্য, তখন চাঞ্চল্যকর অভিযোগ উঠল কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে। দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর, বেআইনিভাবে তার তদন্ত চালানোর অভিযোগ উঠল 'অভয়া সেলে'র বিরুদ্ধে।
কলকাতা মেডিক্য়াল কলেজের AIDSO সদস্য অর্ণব তালুকদার বলেন, একটা অভিযোগ অভয়া সেলে জমা পড়েছে। একজন মেয়ে সেই অভিযোগ করেছে। অভয়া সেলের কী উচিত ছিল এই অভিযোগকে ICC-তে নিয়ে যাওয়া। কিন্তু সেটা তারা না করে তারা নিজেরাই বিভিন্ন ছেলে মেয়েদের ডেকে তাঁদের বয়ান নিচ্ছে। তাদের ভিডিও রেকর্ড করছে। এটাকে আমরা মনে করি অত্য়ন্ত অগণতান্ত্রিক। অভয়া সেলের সদস্য সৌম্য়দীপ দে বলেন, এটা ভিত্তিহীন অভিযোগ। আমরা মনেকরি একজন যখন স্টুডেন্ট ইউনিয়নের কাছে আসছে তখন সে স্পষ্ট এই মতে রয়েছে যে সে চায় স্টুডেন্ট ইউনিয়নই এই ঘটনার নিষ্পত্তি করুক।
মাস দেড়েক আগেই কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে অভয়া সেল নামে কমিটি গঠন করে স্টুডেন্ট বডি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্য়াসোসিয়েশনের সদস্য দেবার্ঘ বন্দ্য়োপাধ্য়ায় বলেন,সটুডেন্ট বডি যেটা সিলেকশন হয়েছিল তারপর ওরা অভয়া সেল তৈরি করে। ব্য়াপারটা ছিল তারা গাইড করবে। কোথায় কোথায় যৌন হয়রানির ঘটনা ঘটছে। এবং তারা অধ্যক্ষকে জানাবে । অধ্য়ক্ষ কাজ করবে অফিসিয়ালি অভিযুক্তের বিরুদ্ধে।
দিন কয়েক আগে কলকাতা মেডিক্য়াল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযোগ জানানো হয় 'অভয়া সেল'-এ। অভিযোগ, এরপরই কলেজের অভ্যন্তরীণ কমিটিকে বাদ দিয়ে কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে তদন্ত শুরু করে অভয়া সেল। যৌন নিগ্রহের অভিযোগে দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ও সাক্ষী হিসেবে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে তদন্তের নামে ডেকে পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে।
এমনকী, তাঁদের বয়ান ভিডিও রেকর্ড করা হয়। অধ্য়ক্ষের কাছে অবৈধভাবে তদন্ত করার অভিযোগও জানিয়েছেন দুই পড়ুয়া। কলকাতা মেডিক্য়াল কলেজ অধ্য়ক্ষ ইন্দ্রনীল বিশ্বাস বলেন,কর্তৃপক্ষ বা আমাদের হাসপাতালের কোনও শিক্ষকই এ সম্পর্কে অবহিত নয়। নিয়ম হচ্ছে আমাদের কলেজের ইন্টারনাল কমপ্লেন কমিটি রয়েছে, কিন্তু আমাদের কাছে কোনওকিছুই জমা পড়েনি। সবাইকে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা পুরো ব্য়াপারটা পর্যালোচনা করবে। অভয়া সেল সদস্য সৌম্য়দীপ দে বলেন, যে কোনও অভিযোগ আমাদের কাছে এলে আইসিসি বা পরবর্তী প্রসেসে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এদিকে এই ঘটনা সামনে আসার পরই বিতর্ক তুঙ্গে উঠেছে। অভয়া সেল থেকে পদত্য়াগ করেছেন এক সদস্য।






















