Calcutta Medical College: অনশনের ১৬৭ ঘণ্টা পার, এবার পড়ুয়াদের সঙ্গে আন্দোলনে অভিভাবকরাও
অন্যদিকে, নবান্নের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য দফতর। এর মধ্যেই শনিবার মেডিক্যাল কলেজ চত্বরে নাগরিক কনভেনশনের ডাক দিয়েছে অনশনকারী পড়ুয়ারা।
সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) পড়ুয়াদের অনশনের ১৬৭ ঘণ্টা পার। এবার অনশনকারীদের পাশে দাঁড়ালেন অভিভাবকরা। সকাল ১০টা থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের (Calcutta Medical College) প্রশাসনিক ভবনের সামনে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসলেন তাঁরা। এখনও ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করেনি মেডিক্যাল কলেজ কর্ত়ৃপক্ষ। তারা স্বাস্থ্য দফতরের নির্দেশের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, নবান্নের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য দফতর। এর মধ্যেই শনিবার মেডিক্যাল কলেজ চত্বরে নাগরিক কনভেনশনের ডাক দিয়েছে অনশনকারী পড়ুয়ারা।
মেডিক্যাল কলেজে অশান্তি অব্যাহত (Student Protest)। এখনও হল না বৈঠক। মঙ্গলেও কাটল না জট। প্রায় ১ সপ্তাহ পেরিয়ে গিয়েছে কলকাতা মেডিক্য়াল কলেজে পড়ুয়াদের অনশন আন্দোলন। নির্বাচনের দাবিতে এদিন, ধর্মতলা পর্যন্ত মিছিল করেন, মেডিক্য়ালের পড়ুয়ারা। আন্দোলনের সমর্থনে মিছিলে পা মেলায়, প্রেসিডেন্সি (Presidency College), যাদবপুর (Jadavpur), বিশ্বভারতী (Visvabharati University), কলকাতা, আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা।
অনশন-আন্দোলন,অচলাবস্থার। আজ ৮ দিনে পড়ল, কলকাতা মেডিক্য়ালে ছাত্রদের অনশন-বিক্ষোভ (Hunger Strike) । কিন্তু এখনও কাটল না জট। এদিন স্বাস্থ্য ভবনে এনিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও, তা হল না। তবে, মঙ্গলবার, মেডিক্য়াল কলেজ থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস পর্য়ন্ত মিছিল করেন আন্দোলনরত পড়ুয়ারা। ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবিতে, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেন, কলকাতা মেডিক্যাল কলেজের ৫ পড়ুয়া।
এরই মধ্যে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত পড়ুয়ারা । সোমবার, ঋতম মুখোপাধ্যায় নামে অনশনরত এক পড়ুয়াকে ভর্তি করতে হয়, হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউতে (CCU)। সোমবার থেকে নতুন করে অনশন কর্মসূচি শুরু করেছেন আরও ২ পড়ুয়া। এদিকে, আন্দোলনকে সমর্থন জানিয়ে, এদিনের মিছিলে অংশ নেয় একাধিক সংগঠন । এদিন মেডিক্য়াল কলেজের পড়ুয়াদের মিছিলে পা মেলান, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের (Jadavpur University) পড়ুয়ারাও ।
সোমবার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার পরও বরফ গলল না। কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে অব্য়াহত পড়ুয়াদের অনশন আন্দোলন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক ছাত্র। তাঁকে ভর্তি করা হয়, সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউতে।