Kolkata News: প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? অন্তর্বর্তী উপাচার্যকে বেলাগাম আক্রমণে TMCP, 'জোর করে ঢুকে আন্দোলন', ছাত্রের বিরুদ্ধে FIR !
TMCP leader Attacks Interim VC : প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? অন্তর্বর্তী উপাচার্যকে ব্যক্তিগত আক্রমণে শাসক দলের ছাত্র নেতা

কলকাতা: TMCP-র প্রতিষ্ঠাদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ঘিরে বিতর্ক। প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? অন্তর্বর্তী উপাচার্যকে বেলাগাম আক্রমণে TMCP। অন্তর্বর্তী উপাচার্যের যোগ্যতা নিয়েই TMCP-র সাধারণ সম্পাদকের প্রশ্ন । অন্তর্বর্তী উপাচার্যকে ব্যক্তিগত আক্রমণে শাসক দলের ছাত্র নেতা। কলেজ স্কোয়ারে দেখা হতেই শিক্ষামন্ত্রীর কাছে নালিশ, দাবি ছাত্র নেতার। 'এসব কথার জবাব দেওয়া মানে চেয়ারের সম্মান নষ্ট করা', TMCP নেতা অভিরূপ চক্রবর্তীর আক্রমণের জবাব অন্তর্বর্তী উপাচার্যের।
আরও পড়ুন, টেক অফের খানিক পরেই বাঁদিকের ইঞ্জিন বিকল ড্রিমলাইনারের, Mayday কল মিউনিখগামী বিমানের পাইলটের
শাসক দলের আক্রমণের মুখেও অনড় অন্তর্বর্তী উপাচার্য। 'রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের জন্য দিন বদল নয়'
২৮ অগাস্ট স্নাতকোত্তরের ১৫টি বিষয়ের পরীক্ষায় অনড় অন্তর্বর্তী উপাচার্য। 'জোর করে ঢুকে আন্দোলন', ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের FIR দায়ের করা হয়েছে। মূলত ২৮ অগাস্ট দুপুর ২ থেকে স্নাতকোত্তরের পরীক্ষা। পরীক্ষা সূচি নিয়েও আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের।
'দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল', পরীক্ষা সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেনজির আক্রমণ TMCP-র রাজ্য সভাপতির। 'পরীক্ষা দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয়। দল দেখতে গেলে তো, সব দল দেখে পরীক্ষা করাতে হবে। দলের অনুষ্ঠানকে বিচার করে পরীক্ষা ফেলতে হবে এটাই তো অগণতান্ত্রিক', প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র।
২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়ো রোডে বিশাল সমাবেশে প্রতিবছর মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে, ২৮ অগাস্ট সরকারি কোনও ছুটির দিন নয়। সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে B.Com, B.A. LLB-এর চতুর্থ সিমেস্টারের পরীক্ষা রয়েছে। তা নিয়ে এবার কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দেকে বেলাগাম আক্রমণে নামলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী।
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী বলেন, '২৮ অগাস্টকে টার্গেট করে পরীক্ষা ফেলেছে এই অবৈধ উপাচার্য। তার প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদ করেছিল আমরা সোশাল মিডিয়ার মাধ্য়মে এটার প্রতিবাদ জানিয়েছি।গতকাল আমরা দেখেছি জেনারেল সটুডেন্টরা এসে এখানে বিক্ষোভ দেখিয়েছে। +তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে।আমরা বলেছি যে যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।'
কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন,'রাজনৈতিক পার্টির প্রতিষ্ঠা দিবস, পার্টি সংগঠনের প্রতিষ্ঠা দিবস মানতে গেলে আমাকে সবগুলো রাজনৈতিক পার্টির সংগঠনের প্রতিষ্ঠা দিবস মানতে হবে। অ্য়াকাডেমিক ক্য়ালেন্ডারে লাল দাগের ছুটিগুলো বাদ দিয়ে করা হয়েছে। এখানে যদি লাল দাগের ছুটির মধ্য়ে ২৮ অগাস্ট লেখা থাকত, তাহলে নিশ্চয়ই পরীক্ষা ফেলতাম না আমরা।+ যারা বাহুবল প্রয়োগ করেছে আমাদের সিকিউরিটি স্টাফ এসে আমাদের কাছে রিপোর্ট করেছে। শেষে আমরা FIR করতে বাধ্য হয়েছি।'






















