(Source: ECI/ABP News/ABP Majha)
Partha Chatterjee : "তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে দায় এড়াতে পারেন কি ?" পার্থকে জিজ্ঞাসাবাদ CBI-এর
SSC Scam Case : প্রথম দফায় দুই ঘণ্টা। তার পর আধ ঘণ্টার ব্রেক ছিল। দ্বিতীয় দফায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে
কলকাতা : প্রায় ৭ ঘণ্টা পার, এসএসসি-দুর্নীতিতে দ্বিতীয় দিনে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। বয়ানের কপি পাঠানো হল উচ্চপদস্থ আধিকারিকদের কাছে। "তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে দায় এড়াতে পারেন কি ?" প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এমনই জানতে চায় সিবিআই। খবর সূত্রের।
আজ জিজ্ঞাসাবাদের হালহকিকত-
প্রথম দফায় দুই ঘণ্টা। তার পর আধ ঘণ্টার ব্রেক ছিল। দ্বিতীয় দফায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এই দফায় পার্থ চট্টোপাধ্যায়ের লিখিত বয়ান রেকর্ড করা হয়। সিবিআই সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানের কপি খতিয়ে দেখা হচ্ছে। এরপর সিদ্ধান্ত হবে নতুন করে তৃতীয় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না। একটি কপি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় দিল্লির সিনিয়র অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
সিবিআই দফতরে ঢুকছেন পার্থ চট্টোপাধ্যায়
আজ সকাল ১০.৪৫ নাগাদ নিজাম প্যালেসে আসেন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে চান, "এসএসসির উপদেষ্টা কমিটিতে কার নিয়ন্ত্রণ ছিল ? কার নির্দেশে নিয়োগ হয়েছিল ? তত্কালীন শিক্ষামন্ত্রী হিসেবে দায় এড়াতে পারেন কি ?" এর পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, উপদেষ্টা কমিটি গড়লেও তার উপর নিয়ন্ত্রণ ছিল না। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও কিছু জানতেন না। খবর সিবিআই সূত্রের।
এদিকে SSC দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে এখনই হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু তাঁর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির সম্ভাবনা কম। আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে। আবেদন ত্রুটিমুক্ত করতে বলা হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে সুপ্রিম কোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা।
উল্লেখ্য, সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী, প্রয়াত বাবলি চট্টোপাধ্যায়ের স্মৃতিতে একটি স্কুল তৈরি করা হয়েছে। এই আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম।