Recruiment Scam:৩২৫ জনের নামের তালিকা সামনে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আজ ফের মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব সিবিআই-র
CBI Summons:৩২৫ জনের নামের তালিকা সামনে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আজ ফের মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল সিবিআই। সূত্রের খবর, গত কালই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বিস্ফোরক দাবি করেন তাপস।

প্রকাশ সিনহা, কলকাতা: ৩২৫ জনের নামের তালিকা (list) সামনে রেখে জিজ্ঞাসাবাদের (interrogation) জন্য আজ ফের মানিক ভট্টাচার্য (manik bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে (tapas mondal) তলব করল সিবিআই (CBI)। সূত্রের খবর, গত কালই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বিস্ফোরক দাবি করেন তাপস। কুন্তল ঘোষ নামে এক যুব তৃণমূল কংগ্রেস নেতার ভূমিকা নিয়েও তোলপাড় পড়ে যায়। সেই নিয়েই ফের জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠানো হয়েছে তাপসকে।
কী জিজ্ঞাসাবাদ করা হতে পারে?
গত কাল ছঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাপস। তার পর তিনি যখন বেরোচ্ছিলেন, তখন বিস্ফোরক সব দাবি করেন। সিবিআই সূত্রে খবর, কুন্তল ঘোষ নামে ওই ব্যক্তিকে হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেসের নেতা বলে জানিয়েছেন তাপস। গত কাল এই কুন্তলের সামনে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তখনই জানা যায়, ৩২৫ জনের কাছ থেকে সাড়ে ১৯ কোটি নিয়েছেন কুন্তল। অর্থাৎ সিবিআই সূত্রে খবর, তাপসের দাবি ঠিক। যে ৩২৫ জনের তালিকা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে, তা সামনে রেখেই আজ ফের জিজ্ঞাসাবাদ করা হবে তাপসকে। সূত্রের আরও খবর, গত কাল জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ডের প্রক্রিয়া শেষ হয়নি। সেটাও আজ হবে। এই ৩২৫ জনের বাইরে আর কারা কারা রয়েছে, জানার চেষ্টা হবে আজ। কুন্তলের কাছে যে সাড়ে ১৯ কোটি টাকা গিয়েছিল, তা কোথায় গেল সেটিও খতিয়ে দেখা হবে বলে খবর। পাশাপাশি কুন্তলের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত কাল মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল জানিয়েছিলেন নিয়োগকাণ্ডে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে বাকি টাকা কোথায় গেল, কারা পেল, আর কারা এর সঙ্গে সামিল, সবটাই জানার চেষ্টা করা হবে, খবর সিবিআই সূত্রে।
এখনও পর্যন্ত মামলা যেখানে...
নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর অক্টোবর মাসে গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। দিনকয়েক আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করে তাপস মণ্ডলকে। জিজ্ঞাসাবাদে মানিকের ঘাড়েই দায় ঠেলেছিলেন তিনি। জানান, যা করেছেন মানিকের নির্দেশেই। মানিকের নির্দেশেই পড়ুয়া পিছু ৫ হাজার টাকা করে নিয়েছেন বলে দাবি তাঁর। নিজাম প্যালেসে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাপস মণ্ডল মন্তব্য করেন, “মানিক টাকা নিয়েছেন, রসিদ দেননি। এখন পর্ষদ টাকা নিলে রসিদ দেয়।’’ ইতিমধ্যেই তাপসের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। কিছু দিন আগে এই মামলায় আদালতে এসে আত্মসমর্পণ করেন মানিক ভট্টাচার্যের স্ত্রী, ছেলে সহ তাপস মণ্ডল। গত ৭ জানুয়ারি আদালতের সমন পেয়ে ব্য়াঙ্কশাল কোর্টে হাজির হন মানিকের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক ভট্টাচার্য। সূত্রের খবর, জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন জানায় ইডি।
আরও পড়ুন:স্বামী বিবেকানন্দের ১৬১-তম জন্মদিন, দেশজুড়ে পালিত জাতীয় যুব দিবস






















